আল্লামা নঈমী দেশ ও মিল্লাতের সেবায় অগ্রণী ছিলেন

আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশের চেয়ারম্যান শেরে মিল্লাত শায়খুল হাদিস আল্লামা মুফতি ওবাইদুল হক নঈমীর (রহ.) পবিত্র কবরে ১১ জুলাই শনিবার বিকালে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ও ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর উত্তরের পুস্পস্তবক অর্পন ও যিয়ারত কর্মসূচিতে ইসলামী ফ্রন্ট নগর উত্তর সভাপতি আলহাজ¦ মুহাম্মদ নঈমুল ইসলাম বলেছেন, শেরে মিল্লাত আল্লামা ওবাইদুল হক নঈমীর (রহ.) এর দৃঢ় ভূমিকার কারণে মুক্তিযুদ্ধের সময় কয়েকটি আলিয়া মাদরাসায় রাজাকার ক্যাম্প প্রতিষ্ঠা করতে স্বাধীনতা বিরোধী শক্তি ব্যর্থ হয়েছিল। মুক্তিযুদ্ধকে জালিমের বিরুদ্ধে মজলুমের প্রতিবাদ আখ্যা দিয়ে তিনি সাধারণ মানুষকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণের প্রেরণা দিয়েছেন এবং একজন সংগঠকের দায়িত্ব পালন করেছেন। আল্লামা নঈমী দেশ-দশের অধিকার প্রতিষ্ঠায় যেমন অগ্রণী ছিলেন তেমনি একজন বহুমাত্রিক জ্ঞানীর অধিকারী হিসেবেও মাযহাব মিল্লাতের সেবায়ও সারাজীবন নিয়োজিত ছিলেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর উত্তর সভাপতি আলহাজ¦ মুহাম্মদ নঈমুল ইসলাম, সহ সভাপতি আ ন ম তৈয়্যব আলী, মাওলানা হাবিবুর রহমান সর্দার, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক নবীর হোসাইন, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম, মুহাম্মদ ইসমাইল হোসাইন, শেখ আরিফুর রহমান, মাওলানা আইয়ুব আলী, মুহাম্মদ শাকিল, হাফেজ মাওলানা গোলাম কিবরিয়া, মাওলানা জসিম আলকাদেরী, আলহাজ¦ মুহাম্মদ রাজা মিয়া, যুবসেনা চট্টগ্রাম মহানগর উত্তর সহ-সভাপতি শায়ের মাওলানা এমদাদুল ইসলাম, ছাত্রসেনা কেন্দ্রীয় গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ছাত্রনেতা মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরী, হাজ¦ী এরশাদ মোল্লা, মাওলানা এম এ মতিন, মুহাম্মদ আইয়ুব মিয়াজী, এস এম ইকবাল বাহার চৌধুরী, ছাত্রসেনা মহানগর উত্তর সভাপতি ছাত্রনেতা মুহাম্মদ গোলাম মোস্তফা, যুল-ইয়ামিন ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি হাফেজ মুহাম্মদ আতিকুল্লাহ, মুহাম্মদ মুছা, মাহমুদুল হাসান, মুহাম্মদ আরাফাত, মুহাম্মদ ওসমান গনি, হাফেজ মুহাম্মদ আতিক, মুহাম্মদ হানিফ মান্নান, মুহাম্মদ আসাদুজ্জামান, মুহাম্মদ মুজিবুল হক, মাহমুদুর রহমান, মুহাম্মদ সাদাফ প্রমুখ।