
রোববার ১২ জুলাই বিকেলে মুসাফিরের যুগ্ম অহ্বায়ক ও চকবাজার থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাজিম উদ্দীন এর হাতে এ অর্থ তুলে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন ৯০ দর্শকের সাবেক ছাত্রলীগ নেতা জিয়া আবেদীন আহসান, মহানগর যুবলীগ নেতা হুমায়ুন কবির মাসুদ, মুসাফির এর আহ্বায়ক কমিটিরসদস্য সাহেদ হোসেন টিটু, সদস্য আকলিমা আকতার মনি, ফারুক দিয়াদ।
মুসাফির প্রতিষ্ঠালগ্ন থেকে নগরীতে অসহায়, ভাসমান ও এতিম মানুষদের মাঝে রান্না করা খাবার সহ বিভিন্ন ত্রাণ সহায়তা করে আসছেন।
মুসাফিরের প্রতিষ্ঠাতা আহ্বায়ক হলেন মুহাম্মাদ মহরম হোসাইন।