কুরআন সুন্নাহ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় নিবেদিত ছিলেন শহীদ আব্দুল হালিম

ছাত্রসেনার প্রথম শাহাদাৎ বরণকারী শহীদ মুহাম্মদ আব্দুল হালিমের ৩৬তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে যুবসেনা ও ছাত্রসেনার যিয়ারত কর্মসূচিতে নেতৃবৃন্দ

বাংলাদেশ ইসলামী যুবসেনা ও ছাত্রসেনা চট্টগ্রাম উত্তর জেলার উদ্যোগে ছাত্রসেনার প্রথম শাহাদাৎ বরণকারী শহীদ মুহাম্মদ আব্দুল হালিম এর ৩৬ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে যিয়ারত কর্মসূচি ১০ জুলাই সকালে শহীদের মাযারে অনুষ্ঠিত হয়। যুবসেনা চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি যুবনেতা মাষ্টার মুহাম্মদ ইছমাইল এর নেতৃত্বে যিয়ারত কর্মসূচিতে অংশগ্রহণ করেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় অর্থ সচিব (ভারপ্রাপ্ত) সৈয়দ মুহাম্মদ হোসেন, যুবসেনা চট্টগ্রাম উত্তর জেলা সাধারণ সম্পাদক যুবনেতা মুহাম্মদ আলমগীর হোসেন, সহ- সাধারণ সম্পাদক যুবনেতা মুহাম্মদ আমান উল্লাহ আমান, ছাত্রসেনা উত্তর জেলা সহ-সাধারণ সম্পাদক ছাত্রনেতা আব্দুল্লাহ আল রোমান, ছাত্রনেতা রবিউল হোসেন সুমন, মুহাম্মদ কায়েস প্রমুখ। কুরআন সুন্নাহ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে শহীদ হালিম এর জীবন ও কর্ম নিয়ে বক্তারা বলেন, যুগে যুগে শহীদি রক্তে ইসলাম পুনরুজ্জীবিত হয়েছে। ১৯৮৪ সালে স্বাধীনতা বিরোধী অপশক্তি আব্দুুল হালিম কে শহীদ করে এদেশে সূফীবাদী ধারার শান্তিকামী ইসলামী রাজনীতির পথ বন্ধের পায়তারা করেছে। কিন্তু একজন হালিমের শাহাদাতের সুধা পানের মাধ্যমে লক্ষ হালিম আজ মাঠে এসেছে। তাঁর এই আত্মত্যাগ আমাদেরকে সঠিক পথে অবিচল থাকতে প্রেরণা যুগাবে আজীবন।