মিয়ানমার ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য চট্টগ্রাম বৌদ্ধ বিহার ও ভিক্ষুসংঘদের অনুদান

আজ কষ্টের মাঝেও আনন্দের সংবাদ বিগত ২৮ মার্চ বৌদ্ধ প্রধানদেশ প্রাকৃতিক দুর্যোগ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মহান ভিক্ষুসংঘ ও গৃহীদের প্রতি সমবেদনা জ্ঞাপন করতে গিয়ে শতাধিক কালের পূণ্যতীর্থ চট্টগ্রাম বৌদ্ধ বিহার ও চট্টগ্রাম মহানগর এবং বিভিন্ন বৌদ্ধ বিহারের পক্ষ থেকে ধর্মপ্রাণ,ধনাঢ্য ও মহান ভিক্ষুসংঘ সম্মিলিত ভাবে প্রায় সাড়ে চার লক্ষাধিক অনুদান ঢাকাস্থ মিয়ানমার সম্মানিত রাষ্ট্রদূত H.E.U Kzaw Soe Moe ও সহকারী রাষ্ট্রদূত Nyi Nyi Aung মহোদয়দ্বয়ের হস্তে অর্পণ করা হয়।

তারা এই অনুদান সানন্দে গ্রহণ করে বাংলাদেশী বৌদ্ধ মহান ভিক্ষুসংঘ ও বৌদ্ধদের প্রতি অশেষ কৃতজ্ঞতা ও অভিনন্দন জানান। এই অনাড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লামা দরদরী সুনন্দ বৌদ্ধ বিহারের আজীবন অধ্যক্ষ বিনয়শীল প্রজ্ঞাশ্রী মহাস্থবির, হিল চাদিগাং বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত সাধনাজ্যোতি মহাথেরো, চট্টগ্রাম নন্দনকানন বৌদ্ধ বিহারের আবাসিক ভদন্ত ড. সুমনপ্রিয় মহাথেরো,নন্দবোধি থেরো, প্রজ্ঞানিধি শ্রামণ, অক্সিজেন ত্রিরত্ন বিহারের অধ্যক্ষ ভদন্ত শান্তবোধি থেরো এডভোকেট তুষার কান্তি মুৎসুদ্দি, প্রদীপ বড়ুয়া এবং ড.জিনবোধি ভিক্ষু সকলের পক্ষ থেকে উক্ত অনুদান হাতে তুলে দেন।

যারা এইব্যাপারে আন্তরিক সহযোগিতা প্রদান করেছেন তাদেরকে অশেষ কৃতজ্ঞতা ও পূণ্যদান করছি। মিয়ানমার ও বাংলাদেশের সাথে স্মরণাতীতকাল থেকে মৈত্রীপূর্ণ সুসম্পর্ক অটুট আছে এবং অটুট থাকবে। ভবিষ্যতেই আমরা আরও আন্তরিক সহযোগিতা করার প্রতিশ্রুতিবদ্ধ ৷ ড.ভিক্ষু বাংলাদেশী ভিক্ষু-শ্রামণদের উচ্চ শিক্ষার্থে বৃত্তি প্রদানসহ মিয়ানমার যাবার ভিসা সহজলভ্য করার জন্য প্রস্তাব উপস্থাপন করলে মাননীয় রাষ্ট্রদূত মহোদয় আন্তরিকভাবে সহযোগিতা করার আশ্বাস দেন।