রাইখালীর গভীর অরণ্য থেকে বন মোরগ ফাঁদ সহ শিকারী আটক

মোঃ নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই (রাঙামাটি) ।
কাপ্তাই পাল্পউড বন বিভাগের আওতাধীন রাইখালীর গভীর অরণ্য থেকে শিকারীর ফাঁদসহ ২টি বনমোরগ আটক করা হয়েছে। শনিবার বেলা প্রায় ১১টায় রাইখালী রেঞ্জের বনকর্মীরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফাঁদসহ বনমোরগ আটক করতে সক্ষম হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, ওইদিন গোপন সংবাদ আসে রেঞ্জ এলাকার বনের মধ্যে কিছু শিকারী ফাঁদ পেতে বন্যপ্রাণী শিকার করছে। খবর পেয়ে রাইখালী রেঞ্জ কর্মকার্তা মোঃ জাহিদুল ইসলামের নির্দেশে বন কর্মীরা অভিযান চালায়। এসময় অভিযানের বিষয়টি টের পেয়ে শিকারীরা ফাঁদে আটকে পড়া ২টি বন মোরগ রেখে পালিয়ে যায়। বনপ্রহরী মোঃ হাসান জানান, অভিযানে ২টি বন মোরগ সহ একটি ফাঁদ উদ্ধার করা হয়। আটককৃত ফাঁদ আগুনে পুড়িয়ে দেয় হয় এবং একটি বন মোরগ রাঙ্গুনিয়া শেখ রাসেল এভিয়ারী পার্কে পাঠানো হয়।অপর বন মোরগ ওই বনেই অবমুক্ত করে দেওয়া হয়েছে। এছাড়া বন্যপ্রাণী সম্পর্কিত অপরাধে জড়িত ব্যাক্তিদের বিরুদ্ধে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন-২০১২ অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।