রাঙামাটি নানিয়ারচর সেনা জোন কর্তৃক দরিদ্র পরিবারে মাঝে হাঁস বিতরণ

নানিয়ারচর সেনা জোন কর্তৃক রিজিয়ন কমান্ডার এর দিক নির্দেশনায় নানিয়ারচর জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল তানভীর আহমদ সাদী, পিএসসি এর তত্ত্বাবধানে ০৫টি দরিদ্র পরিবারকে বিকল্প কর্মসংস্থান হিসেবে মানবিক সহায়তা এবং হাঁস লালন পালনের জন্য হাঁসের শেড, হাঁসের খাবার ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় জোন কমান্ডার, নানিয়ারচর জোন উপস্থিত থেকে দরিদ্র ০৫টি পরিবারকে হাঁস লালন পালনের জন্য হাঁসের শেড, হাঁসের খাবার ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ করেন।

প্রসঙ্গত, দরিদ্র পরিবারসমূহকে বিকল্প কর্মসংস্থানের মাধ্যমে আর্থিক স্বচ্ছলতা আনয়নে ভবিষ্যতেও সহযোগিতা প্রদান করা হবে বলে জোন কমান্ডার উপস্থিত সকলকে অবগত করেন।