আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করলে দেশে রক্তের বন্যা বয়ে যাবে: হাদি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি, ‘আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করলে দেশে রক্তের বন্যা বয়ে যাবে।’

শুক্রবার (২১ মার্চ) ফিলিস্তিনের গাজায় ইসরাইলি গণহত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের সামনে বাদ জুমা বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন। এ সময় ইনকিলাব মঞ্চসহ বিভিন্ন সংগঠন বিক্ষোভ সমাবেশ ও মিছিল করছে।

হাদি বলেন, ‘আমাদের গায়ে একফোঁটা রক্ত থাকতে আওয়ামী লীগকে পুনর্বাসিত হতে দেব না।’

ভারতকে এসিয়ান ইসরাইল আখ্যা দিয়ে ইনকিলাব মঞ্চের এই নেতা বলেন, বিএনপি এবং জামাতকে প্রশ্ন কেন আওয়ামী নিষিদ্ধের প্রশ্নের উত্তর দেন নি! আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে আমরা রাজপথ ছাড়ব না।

আজাদ ফিলিস্তিন মুসলিমের আহ্বায়ক মো. ইমরান বলেন, ভাইদের রক্ষায় বিশ্বের সবাই আসুন এক হয়ে আন্দোলন করি। উগ্র হিন্দুত্ববাদ এবং জয়োনিজমকে রুখে দিতে হবে।