গাজায় বর্বরোচিত হামলার প্রতিবাদে চট্টগ্রামে হেফাজতের বিক্ষোভ মিছিল

গাজায় ইসরাইলের বর্বরোচিত হামলা ও ভারতে মুসলিমদের নির্যাতনের প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

শুক্রবার (২১ মার্চ) বাদে জুমা আন্দরকিল্লা শাহি জামে মসজিদের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য দেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় ও মহানগর কমিটির নেতারা।

বক্তারা বলেন, সেহেরির প্রস্তুতির সময় হাজায় বোমা হামলা করে ৪০০ নারী শিশুকে শহীদ করা হয়েছে।

রমজানে নিরপরাধ শিশু হত্যার তীব্র নিন্দা জানাই। বিশ্ব মুসলিমকে ঐক্যবদ্ধ হতে হবে। ইসরাইলি পণ্য বয়কট করতে হবে। জেহাদের প্রথম সূচনা পণ্য বয়কট।
নেতানিয়াহুর উত্তরসূরি শেখ হাসিনাকে পুনর্বাসনের ষড়যন্ত্র হচ্ছে। ষড়যন্ত্র রুখে দিতে হবে।

কোরআন তেলাওয়াত করেন মো. আনাস।

সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল মোমিন রোড, জামালখান প্রদক্ষিণ করে।