ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে চট্টগ্রামে শহিদ স্মৃতি পাঠাগারের প্রতিবাদ সমাবেশ

যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে ফিলিস্তিনের গাজাসহ বিভিন্ন স্থানে ইসরাইলি বাহিনীর নির্বিচার হত্যাকাণ্ডের প্রতিবাদে সমাবেশ করেছে শহিদ স্মৃতি পাঠাগার।

শুক্রবার(২১ মার্চ) নগরীর সাগরিকা বিটাক বাজার মোড়ে পাঠাগারের আহ্বায়ক ডেনি বিশ্বাসের সভাপতিত্বে এবং পাঠাগারের সদস্য সুমন রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন পাঠাগারের সদস্য নিশান রায়,শুভ দেবনাথ,রুদ্র রায়,শ্রাবণ ধর,ইমরান হোসেন রাব্বী।

সমাবেশে বক্তারা বলেন, যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ইসরাইলি বাহিনীর এই গণহত্যা সাম্রাজ্যবাদের নগ্ন চেহারাকে আবারও উন্মোচিত করেছে। মার্কিন সাম্রাজ্যবাদের সরাসরি মদদে এবং তাদের মধ্যপ্রাচ্যের সেবাদাসদের যোগসাজশে শতাব্দীর এই নৃশংসতম হামলা সংঘটিত হয়েছে। এর জন্য মার্কিন সাম্রাজ্যবাদ ও তার আরব সহযোগীদের অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে। বাংলাদেশের জনগণ চিরকালই ফিলিস্তিনের মুক্তিসংগ্রামের সঙ্গে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।

বক্তারা আরো বলেন, যুদ্ধবিরতি লঙ্ঘন করে এ হামলার মধ্যে ইসরাইলি বাহিনী আবারও বিশ্ব জনমতের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করল। মানবতার বিরুদ্ধে এত বড় অপরাধ দুনিয়ার কোনো বিবেকবান মানুষই বরদাশত করতে পারে না। কিন্তু জাতিসংঘ অত্যন্ত দুঃখজনকভাবে এ বিষয়ে উপযুক্ত ভূমিকা পালন করছেন না। আন্তর্জাতিক আদালত ইতিমধ্যেই ফিলিস্তিনে ইসরাইলি বাহিনীর পরিচালিত নৃশংস হত্যাকাণ্ডকে গণহত্যা বলে রায় দিয়েছে। ফলে মানবতাবিরোধী অপরাধের দায়ে ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে গ্রেপ্তার এখন বিশ্বজনতার দাবি। সে দাবি বাস্তবায়ন করতে হবে।