‘নির্বাচিত সরকার ছাড়া দেশে রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা আসবে না’

তরুণ রাজনীতিক ও ইস্টডেল্টা ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা সাঈদ আল নোমান বলেছেন, জনগণের ম্যান্ডেটবিহীন সরকার কোন নীতিনির্ধারণী সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না তাই অনির্বাচিত সরকারের পক্ষে দেশ পরিচালনা করা কঠিন কাজ। নির্বাচিত সরকার ছাড়া দেশে রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা আসবেনা। দ্রুত নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রে উত্তরণের কোন বিকল্প নেই।

শুক্রবার(২১ মার্চ) বিকাল ৪টায় নগরীর হালিশহর বড়পুলস্থ কিংসপার্ক কমিউনিটি সেন্টারে বর্ষীয়ান রাজনীতিবিদ, বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান স্মরণে ২৬নং উত্তর হালিশহর ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত শোকসভা, দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে সাঈদ আল নোমান একথা বলন।

সাঈদ আল নোমান বলেন, বিএনপি হচ্ছে বাংলাদেশের গণমানুষের পছন্দের রাজনৈতিক দল। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ ১৭ বৎসর বিএনপি নেতাকর্মীরা ফ্যাস্টিট সরকারের জুলুম ও নির্যাতনের শিকার হয়েছে। আগষ্ট বিপ্লবের নেপথ্য নায়ক ছিলেন তারেক রহমান। তার দিক নির্দেশনা ও প্রত্যক্ষ সহযোগীতায় জুলাই-আগষ্ট বিপ্লব তরান্বিত হয়েছিল। তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে বৈষম্যমুক্ত সকলের বাসযোগ্য বাংলাদেশ।

উত্তর হালিশহর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোশারফ হোসেন জামালের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আরজুর সঞ্চালনায় অনুষ্ঠিত শোকসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী বেলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোশাররফ হোসেন ডিপ্টি, হালিশহর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাংগীর আলম, পাহাড়তলী থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জসীম উদ্দীন জিয়া, সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমানের রাজনৈতিক সচিব নুরুল আজিম হিরু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হালিশহর থানা বিএনপির সাবেক সহ-সভাপতি হাজী জানে আলম, বিএনপি নেতা হাজী ঈসা কোম্পানী, হাজী শরিফুল ইসলাম, এস.এম. ফরিদ, আবদুল গফুর বাবুল, সাইফুল আলম, মোশারফ আমিন সোহেল, রাজু খাঁন, ওসমান গণি বাদশা, কাফী মুন্না, সামিউল কবির সেয়াম প্রমুখ।