ইজরাইলী গণহত্যার প্রতিবাদে হাটহাজারীতে হেফাজতের বিক্ষোভ মিছিল

১৯ শে মার্চ সেহরীর সময় নিরীহ ফিলিস্তিনি মুসলমানদের উপর ইয়াহুদীবাদী ইজরাইলের বর্বরোচিত হামলার প্রতিবাদে হেফাজতে ইসলাম বাংলাদেশ হাটহাজারী উপজেলা শাখার ব্যবস্থাপনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

শুক্রবার(২১ মার্চ) বাদে জুমা হাটহাজারী ডাক বাংলো চত্বরে হাটহাজারী উপজেলা হেফাজতের সভাপতি মাওলানা মুফতি মোহাম্মদ আলী কাসেমীর সভাপতিত্বে ও হাটহাজারী উপজেলা হেফাজতের সাধারণ সম্পাদক মাওলানা এমরান সিকদার, যুগ্ম সম্পাদক মোরশেদ আলম ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আসাদুল্লাহ আসাদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে হেফাজতের সহকারী মহাসচিব মাওলানা জাফর আহমদ বলেন, ইয়াহুদীবাদী ইজরাইলিরা পবিত্র রমজান মাসে মুসলমানদের উপর বোমা হামলার মাধ্যমে ঘুমন্ত অবস্থায় শত শত মুসলমানদের হত্যা করে। আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অন্তর্বর্তীকালীন বাংলাদেশ সরকারের প্রতি রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানানোর আহ্বান জানাচ্ছি। এখন মুসলমানদের ঐক্যের সময় এসেছে।

বিশ্বের সকল মুসলমান একত্রিত হয়ে এই ইজরাইলকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলতে হবে। এর জন্য সকল মুসলমানদের সকল প্রকার লোভ লালসা ও ভেদাভেদ ভুলে ঐক্যের ছায়াতলে একত্রিত হওয়ার জন্য আহবান জানান।

সভাপতির বক্তব্যে মুফতি মোহাম্মদ আলী কাসেমী সাহেব বলেন, ইহুদীবাদী ইজরাইল মুসলমানদের উপর হামলা বন্ধ না করলে আমাদের শরীরের শেষ রক্ত কণা পর্যন্ত আমরা ওদের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ করে যাবো এবং বাংলাদেশ সরকারকে মুসলিম বিশ্বের সাথে যোগাযোগ করে ইজরাইলীদের বিরুদ্ধে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানাচ্ছি। অন্যথায় দেশের আপামর মুসলিম তৌহিদী জনতাকে সাথে নিয়ে কঠোর আন্দোলনের হুশিয়ারী প্রদান করেন তিনি।

এতে আরো বক্তব্য রাখেন হেফাজতের কেন্দ্রীয় সহকারি মহাসচিব মাওলানা জাকারিয়া নোমান ফয়জী, কেন্দ্রীয় সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ আহসান উল্লাহ, কার্যনির্বাহী সদস্য হাটহাজারী পৌরসভার সভাপতি মাওলানা জাহাঙ্গীর আলম মেহেদী, মাওলানা মুফতী বশিরুল করিম, আবু তাহের রাজিব, রাশেদুল ইসলাম, মাওলানা ইকবাল গড়দুয়ারী, হাফেজ মহিউদ্দিন, ছাত্রনেতা আবরার কাউসার, মাওলানা জিয়াউদ্দিন জিয় প্রমূখ।