বাংলাদেশ স্পোর্টস ক্লাব ওমানের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শফিউল আলম, রাউজানঃ: বাংলাদেশ স্পোর্টস ক্লাব ওমানের উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল অনুষ্ঠানের আহ্বায়ক মোহাম্মদ নুরুন্নবী শাহাজানের বাসভবনে অনুষ্ঠিত ইফতার মাহফিল সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ হানিফুল ইসলাম। বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ সেলিম উদ্দিন, সহ সভাপতি মোহাম্মদ জমিল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ খোরশেদুল আলম, দপ্তর সম্পাদক এস,এম, শুয়াইবুল হক বাবলু, সহ ত্রাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ বাবর, সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রফিক, সহ প্রচার সম্পাদক মোহাম্মদ রাশেদুল আলম, সহ ধর্মীয় সম্পাদক মাওলানা মোহাম্মদ ইলিয়াস, সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কামাল, সহ ক্রীড়া সম্পাদক মোহাম্মদ আকবর আলী জয়, সহ ত্রাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ সাব্বির, সম্মানিত সদস্য মোহাম্মদ বাবুল, সিন্ধু বড়ুয়া, বাটু বড়ুয়া, মোহাম্মদ জাহেদ, মোহাম্মদ মহিউদ্দিন, মোহাম্মদ জিয়াউল হক, মোহাম্মদ আকবর প্রমুখ।

কোরআন তেলোয়াত ও খতমে গাউছিয়া পরিচালনা করেন সংগঠনের ধর্মীয় সম্পাদক মাওলানা নাজমুল হক। ইফতার মাহফিলে বক্তারা বলেন, সিয়াম, সাধনা আর আত্মশুদ্ধির মাস পবিত্র মাহে রমজানের শিক্ষা ধারণ করে সুন্দর সমাজ বিনির্মানে প্রবাসীদের ভূমিকা গুরুত্বপূর্ণ। সম্প্রীতির বন্ধন অটুট রেখে বাংলাদেশ স্পোর্টস ক্লাব ওমানকে এগিয়ে নিয়ে যেতে হবে।