শুক্রবার (২১ মার্চ) বিকাল ৪ টায় পটিয়া থানার মোড়ে, ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির আন্তর্জাতিক বিধি ভঙ্গ করে ইসরায়েলি জায়নবাদী নেতানেয়াহু সরকার মার্কিন মদদে হঠাৎ আক্রমন করে ১ দিনে চার শতাধিক নারী, শিশু ও বেসামরিক নাগরিকদেরকে হত্যার প্রতিবাদে এবং জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাসমূহের মাধ্যমে স্থায়ীভাবে গণহত্যা বন্ধের দাবীতে , পটিয়া বাসদের মানববন্ধন ও সমাবেশ স ম ইউনুচের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় । বক্তৃতা করেন সেলিম উদ্দিন, মুবিনুল হক সাব্বির, অলক চক্রবর্তী ; নেতৃবর্গ যারা উপস্থিত ছিলেন : নুরুল করিম, আহমদ নুর, শাহনাজ বেগম, শারমিতা ইশরাত ।
বক্তারা বলেন, আজ যখন গাজায় মার্কিন মদদে ইসরায়েলি নির্মম গণহত্যা চলছে, তখন আমাদের দেশের অন্তর্বর্তী সরকারের ভূমিকা কেন স্পষ্ট নয় তা জানার দাবী করা হচ্ছে ? আমাদের দেশে সাধারণ জনগণ প্রতি মূহুর্তে নিরাপত্তাহীনতার ভয়ে আছে, খুন গুম রাহাজানি যেন কখন পেয়ে বসে ।
ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন ঘটিয়ে আবার কোনো ফ্যাসিবাদী দূশাসন বা উগ্র জঙ্গীবাদী শাসন শোষণ প্রতিষ্ঠার জন্য জুলাই গণঅভ্যুত্থানে মানুষ শহীদ হয়নি । একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা ও সকল ধরণের নিপীড়ন নির্যাতন থেকে মুক্তির প্রত্যয়ে সাধারণ শ্রমজীবী সকল মানুষদেরকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে