পবিত্র হজ ও ওমরাহ পালনকে কেন্দ্র করে বিমানের টিকিটে সিন্ডিকেট করে বা গ্রুপ ভিত্তিক বুকিং দিয়ে আর দাম বাড়ানোর সুযোগ নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
শুক্রবার (২১ মার্চ) দুপুরে কক্সবাজার জেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
ধর্ম উপদেষ্টা বলেন, ‘বিমানের টিকিট নিয়ে অব্যবস্থাপনা, সিন্ডিকেডের খবর পত্রপত্রিকায় এসেছে। এ জন্য এরইমধ্যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা, আরও অন্যান্য মন্ত্রণালয়ের সহযোগিতায় একটা নীতিমালা করা হয়েছে। এখন টিকিট বুকিং করতে গেলে পাসপোর্ট নম্বর দিতে হবে। এখন টিকিট করতে গেলেই সংশ্লিষ্ট যাত্রীর পাসপোর্ট নম্বর দিয়ে করতে হবে এবং তিন দিনের মধ্যে যদি তিনি টিকিট না কেনেন তা বাতিল হয়ে যাবে।’
অতীতে মসজিদের সাইট সিলেকশনে কিছু অনিয়ম ছিল উল্লেখ করে তিনি বলেন, এরইমধ্যে ৩৫০টি মডেল মসজিদের নির্মাণ কাজ শেষ হয়েছে। আরও ২১৪টি নির্মাণ করা হবে। অন্তর্বর্তী সরকারের সময়ে যে মসজিদগুলো নির্মাণ করা হবে তা যথাযথভাবে সাইট সিলেকশন, ফিজিবিলিটি স্টাডি, গণপূর্ত অধিদফতরের ডিজিটাল সার্ভেসহ যেখানে মসজিদের প্রয়োজন সেখানে করা হবে।
এর আগে দুপুর ১২টায় কক্সবাজার জেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের নাম ফলক উন্মোচন করেন ধর্ম উপদেষ্টা। এর মধ্য দিয়ে জেলা শহরের কাচারি পাহাড় এলাকায় নান্দনিক স্থাপত্যশৈলীতে নির্মিত মসজিদটির যাত্রা শুরু হলো। দুপুরে সেখানেই মুসল্লিদের সঙ্গে জুমার নামাজ আদায় করেন ধর্ম উপদেষ্টা।
২০২৪ সালের ২৩ ডিসেম্বর মসজিদটির নির্মাণ কাজ শেষ হয়। এটি নির্মাণে সরকারের ব্যয় হয়েছে ১৯ কোটি ১৯ লাখ টাকা।