কর্ণফুলী নদীতে নিখোঁজের ৩ দিন পর মাদ্রাসা শিক্ষার্থীর লাশ উদ্ধার

 কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি কাপ্তাইয়ের চন্দ্রঘোনাস্থ কয়লার ডিপু সংলগ্ন কর্ণফুলী নদীতে নিখোঁজ হওয়ার তিন দিন পর মাদ্রাসা শিক্ষার্থী শিশু তাহসিনের (১২) লাশ উদ্ধার করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল প্রায় ৭টার দিকে উপজেলার রাইখালী ইউনিয়নের ডলুছড়ি এলাকার কর্ণফুলী নদীর পাড়ে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে পুলিশ এবং ফায়ার সার্ভিসর সদস্যদের খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে। এবিষয়ে কাপ্তাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মোঃ শাহাদাৎ হোসেন জানান, লাশটি কর্ণফুলী নদীর পাড়ে পড়ে থাকতে দেখে স্থানীয়রা আমাদের খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধারে করে। এরআগে শিশুটি নদীতে নিখোঁজের পর ফায়ার সার্ভিস কর্মীদের ডুবুরি দল লাশটি উদ্ধারে অভিযান পরিচালনা করেছিলো বলে তিনি জানান। এদিকে, চন্দ্রঘোনা থানার ওসি আনচারুল করিম জানান, ফায়ার সার্ভিস সদস্যদের কাছ থেকে খবর পাওয়া পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রসঙ্গত, গত শনিবার (৯ ডিসেম্বর) বেলা ৩টার দিকে কাপ্তাইয়ের কয়লার ডিপু এলাকায় কর্ণফুলী নদী পার হওয়ার সময় ছোট ডিঙি নৌকা থেকে নদীতে পড়ে নিখোঁজ হয় তাহসিন। তাহসিন কসপ্তাইয়ের চিৎমরম ইউনিয়নের বগারচর এলাকার বগারচর হাক্কানি হেফজখানায় হেফজ বিভাগে অধ্যায়নরত ছিল। সে রাঙ্গুনিয়া উপজেলার নিশ্চিন্তাপুর গ্রামের আবুল হোসেনের ছেলে।