কাপ্তাইয়ে অধিক মূল্যে পেঁয়াজ বিক্রির অপরাধে ৫ হাজার টাকা জরিমানা

মোঃ নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই (রাঙামাটি)।

কাপ্তাই নতুন বাজারে অধিক মূল্যে পেঁয়াজ বিক্রির অপরাধে সোমবার (১১ ডিসেম্বর) বিকেলে একটি মুদি দোকানের বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মামলা দায়ের করা সহ জরিমানা আদায় করা হয়েছে। সে সাথে বাজার মনিটরিং করা হয়। ওইদিন বিকেল আড়াইটা থেকে বিকেল ৪টা পর্যন্ত কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এই অভিযান পরিচালনা করেন। অভিযানে সরকারি নির্ধারীত মূল্যের চেছে অধিক মূল্যে পেঁয়াজ বিক্রির অপরাধে কাপ্তাই নতুন বাজারের এক দোকানির বিরোদ্ধে ভোক্তা অধিকার আইনে মামলা সহ ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় উপজেলা মাকেটিং অফিসার অভিজিৎ বড়ুয়া ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন। সহকারী কমিশনার (ভুমি) সৈয়দ ফারহানা পৃথা জানান, সরকারি নির্ধারীত মূল্যের চেয়ে অধিক মূল্যে পেঁয়াজ বিক্রি করা হলে উক্ত দোকানিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।