চবি ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় পাস করেছেন ১০৩০১ জন শিক্ষার্থী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২০-২১ সেশনের স্নাতক প্রথম বর্ষের ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় পাস করেছেন ১০ হাজার ৩০১ জন শিক্ষার্থী। ফেল করেছেন ৭১ দশমিক ৮৭ শতাংশ।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন সমাজবিজ্ঞান অনুষদের ডিন ও ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা কমিটির সমন্বয়ক অধ্যাপক মুস্তাফিজুর রহমান ছিদ্দীকি।

এর আগে গত শনি ও রোববার (৩০ ও ৩১ অক্টোবর) ৪ শিফটে নেওয়া হয় ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা। এই ইউনিটে ৫৪ হাজার ২৫২ জন ভর্তি আবেদনকারীর মধ্যে অংশ নিয়েছেন ৩৫ হাজার ৫০২ জন। যা মোট পরীক্ষার্থীর ৬৫ দশমিক ৪৪ শতাংশ। অনুপস্থিত ছিলেন ১৮ হাজার ৭৫০ জন। যা শতকরা হিসেবে ৩৪ দশমিক ৫৬ শতাংশ।

‘ডি’ ইউনিটে পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে পাস করেছেন ২৮ দশমিক ১৩ শতাংশ। ফেল করেছেন ২৫ হাজার ২০১ জন শিক্ষার্থী। যা পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের ৭১ দশমিক ৮৭ শতাংশ।

‘ডি’ ইউনিট ভর্তি পরীক্ষা কমিটির সমন্বয়ক অধ্যাপক মুস্তাফিজুর রহমান ছিদ্দীকি বাংলানিউজকে বলেন, ‘ডি’ ইউনিটে ২৮ দশমিক ১৩ শতাংশ পাস করেছে। আমরা আইসিটি সেলের কাছে ফলাফল পাঠিয়েছি, বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।