কাপ্তাই-আসামবস্তী সড়কে নির্বিঘ্নে হাতির চলাচলে গণসচেতনতায় বিলবোর্ড স্থাপন

মোঃ নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই (রাঙামাটি): পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের আওতাধীন কাপ্তাই বন রেঞ্জ অফিসের উদ্যোগে হাতির নিরাপদ চলাচলে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে একাধিক স্থানে বিলবোর্ড স্থাপন করা হয়েছে।

শনিবার (২২ নভেম্বর) কাপ্তাই-আসামবস্তী সড়ক ও বড়ইছড়ি-কাপ্তাই সড়কের বিভিন্ন পয়েন্টে অর্থাৎ যেখানে হাতি চলাচল করে থাকে সেখানে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এই বিলবোর্ড স্থাপন করা হয়েছে। এতে করে সড়কের অংশ গুলোতে চলাচলকারী চালক ও যাত্রীরা সতর্ক হতে পারবে। কাপ্তাই রেঞ্জ অফিসার মোঃ ওমর ফারুক স্বাধীনের উপস্থিতিতে এই বিলবোর্ড গুলো স্থাপন করা হয়। এসময় বনবিভাগের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, কাপ্তাই-আসামবস্তী সড়কের অধিকাংশ স্থান কাপ্তাই জাতীয় উদ্যানের সংরক্ষিত বনাঞ্চলের আওতায় হওয়ায় হাতির পাল নির্বিঘ্নে চলাচল করতে পারেনা। ফলে বিভিন্ন সময় ওই সড়কে যানবাহনের উচ্চ শব্দে গাড়ির হর্ণ বাজানোর ফলে এবং হাতির চলাচলে বিঘ্ন ঘটায় আতংকিত হাতির পাল যানবাহনের ওপর হামলা চালায়। ফলে বিগত কয়েক বছরে বহু হতাহতের ঘটনা ঘটেছে। সর্বশেষ গত ১৬ নভেম্বর ২০২৫ তারিখে ওই সড়কে বন্য হাতির আক্রমনে ষাটোর্ধ ঝর্ণা চাকমা, সুবিতা চাকমা নামের দুই মহিলার মৃত্যু, চারব্যক্তি আহত সহ দুটি সিএনজির ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।