রাঙ্গুনিয়ার ৮ মামলার আসামী সরোয়ার চট্টগ্রামে আটক

রাঙ্গুনিয়া প্রতিনিধি: ‎রাঙ্গুনিয়া ৮ চুরি ও ডাকাতি মামলার আসামী যুবলীগ ক্যাডার শীর্ষ সন্ত্রাসী সরোয়ার (৪৬) কে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে র‌্যাব-৭ এর একটি চৌকসদল গরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের সামনে থেকে শনিবার (২২ নভেম্বর) দুপুর ১২.৩৫ টায় গ্রেফতার করেছে র‌্যাব-৭।

‎তাকে গ্রেফতার করে বিকেলে রাঙ্গুনিয়া মডেল থানায় সোপর্দ করা হয়।

‎যুবলীগ ক্যাডার সরোয়ার আলম পৌরসভা উত্তর ঘাটচেক ৫ নং ওয়ার্ডের সিকদার পাড়ার মোঃ বশির কমান্ডারের ছেলে। কর্তব্যরত ডিউটি অফিসার উপপরিদর্শক বায়েজিদ জানান, তার বিরুদ্ধে রাঙ্গুনিয়া থানায় আটটি চুরি ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। সে তার পরিবারের এক সদস্যের অসুস্থতার কারণে সেখানে অবস্থান করছিল।

‎এবিষয়ে রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এটিএম শিফাতুল মাজদার জানান, শীর্ষ সন্ত্রাসী সরোয়ারকে র‌্যাব-৭ গ্রেফতার করে থানায় সোপর্দ করে। তার বিরুদ্ধে সব মামলার খোঁজ খবর নিয়ে আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।