কোডেক এর ৩৬ বছর উপলক্ষে ০৪ অক্টোবর চট্টগ্রাম খুলশী কোডেক ভবনে স্বাস্থ্যবিধি মেনে অনাড়ম্বর পরিবেশে কেক কেটে কোডেক এর ৩৬ বছর পূর্তি উদযাপন করা হয়। ১৯৮৫ সালের ০১ অক্টোবর কোডেক এর যাত্রা শুরু হয়।
কোডেক এর নির্বাহী পরিচালক ড. খুরশীদ আলম বলেন আমাদের প্রত্যাশা ছিল কোডেক এর ৩৬ বছর অনেক বড় করে উদযাপন করা হবে। কিন্তু কোভিড-১৯ এর কারণে তা আর সম্ভব হলো না। তিনি স্মৃতিচারণ করে বলেন,১৮জন উদ্যোগী কর্মী নিয়ে যাত্রা শুরু করেছিলাম,এখন প্রায় ৫০০০জন কর্মী কাজ করছে। সকলের আন্তরিকতা ও দায়িত্ব যথাযথভাবে পালন করলেই আগামী দিনগুলো হবে আরো সমৃদ্ধ ও মসৃণ। আমাদের একদল দক্ষ কর্মী বাহিনী আছে। আমার বিশ্বাস তারা একদিন হাল ধরবে। সকলের সুন্দর জীবন ও সুস্বাস্থ্য কামনা করছি।
কোডেক এর উপ-নির্বাহী পরিচালক কমল সেনগুপ্ত শুরুর দিকের কিছু অভিজ্ঞতা তুলে ধরে বলেন,আমরা যে উদ্দেশ্য নিয়ে যাত্রা শুরু করেছিলাম তা থেকে কোডেক সরে আসেনি। উপকূলের মানুষের যত কাছে গেছি তত মুগ্ধ হয়েছি। ওদের নিয়ে আমরা এখনো উপকূলের জনগোষ্ঠীর জন্য কাজ করে যাচ্ছি একাগ্রতা ও নিষ্ঠা নিয়ে। আগামী দিনগুলিতে আমাদের সতর্কতার সাথে আমরা এখনো উপকূলের জনগোষ্ঠীর জন্য কাজ করে যাচ্ছি একাগ্রতা ও নিষ্ঠা নিয়ে।
অনুষ্ঠানে অনেকের মধ্যে ছিলেন উর্ধ্বতন অর্থ ও প্রশাসন পরিচালক দিদারুল আলম চৌধুরী,পরিচালক –মুনির হেলাল, আবসার হাবীব, ইমরুল হাসানসহ কোডেক এর অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ কথা বলেন।