চট্টগ্রামের চন্দনাইশে মোবাইল কোর্ট পরিচালনা করে ৩ টি ইট প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে মোট ৫ লাখ টাকা জরিমানা জরিমানা করা হয়েছে।
বুধবার ( ১৯ মার্চ ) দুপুরে উপজেলার কাঞ্চননগর ও হাশিমপুর ইউনিয়নে ডিসি অফিসের ছাড়পত্রের মেয়াদ না থাকা, পরিবেশ অধিদপ্তর এর ছাড়পত্র না থাকা সহ বিভিন্ন কারণে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রন) আইন -২০১৩ অনুযায়ী জে,এম,সি, মের্সাস রহিম ও এ,বি,এন ব্রিক্স -কে যথাক্রমে ১ লক্ষ, ২ লক্ষ ও ২ লক্ষ টাকা জরিমানা আদায়ক্রমে তাদেরকে সতর্ক করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন, সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা। এসময় আরো উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মোঃ মইনুদ্দীন ফয়সাল , চন্দনাইশ থানা পুলিশের একটি টিম, চন্দনাইশ ফায়ার সার্ভিস ও উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।