গণতান্ত্রিক রাষ্ট্রে সংস্কার একটি চলমান প্রক্রিয়া: মুহাম্মদ শাহেদ

জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাবেক সহ-সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ বলেন, সংস্কার আর নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো ঠিক হবে না। গণতান্ত্রিক রাষ্ট্রে সংস্কার একটি চলমান প্রক্রিয়া। অনির্বাচিত সরকার দীর্ঘদিন রাষ্ট্র ক্ষমতায় থাকলে পুরোনো ফ্যাসিষ্টের দোসরেরা নানাবিধ অরাজকতা সৃষ্টি করবে। যা দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতার জন্য হুমকীস্বরূপ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ থেকে দুই বছর আগেই রাষ্ট্র সরকারের ৩১ দফা দেশবাসীর নিকট উপস্থাপন করেছিলেন। আগামীতে বিজয়ী হয়ে সরকার গঠন করলে ৩১ দফার আলোকেই দেশ পরিচালিত হবে।

তিনি ১৯ মার্চ (বুধবার) বাকলিয়া থানা যুবদলের উদ্যোগে তুলাতলি বিশ্বরোডে অসহায় ও নিন্ম আয়ের লোকজনের মধ্যে ইফতার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

অসহায় ও নি¤œ আয়ের লোকজনের মধ্যে মাসব্যাপি কর্মসূচীর অংশ হিসেবে ইফতার বিতরণ করা হয়।

মুহাম্মদ শাহেদ বলেন, সামাজিক বিশৃংখলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে জাতীয়তাবাদী যুবদলের নেতাকর্মীদের আরো দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। চাঁদাবাজ, টেন্ডারবাজ ও ভূমিদস্যুদের কোনক্রমেই দলীয় কর্মকান্ডে সম্পৃক্ত করা যাবে না।

বাকলিয়া থানা যুবদল নেতা নুরু উদ্দিনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহ সাধারণ সম্পাদক আসাদুর রহমান টিপু, সাবেক প্রচার সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, সহ সম্পাদক মেজবাহ উদ্দিন মিন্টু, বিএনপি নেতা সাইফুল ইসলাম নিরব, সদস্য শাবাব ইয়াজদানী, কলিম উল্লাহ, প্রফেসর সাইদুল হক সিকদার, বাকলিয়া থানা যুবদল নেতা শাকিল, জসিম উদ্দিন, মোর্শেদ, ইসমাইল, ফাহিম, আজমীর, মো: হেলাল, জাফরুল ইসলাম, ফরহাদ হোসেন, আবদুর রহিম, নাজিম, ওয়াসিক, আবদুর রশিদ প্রমুখ নেতৃবৃন্দ।