শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ রাউজান উপজেলার ৭নং রাউজান ইউনিয়নের রশিদও পাড়া এলাকার মোঃ আজিমের একটি ষাড় গরু গত তিন মাস পুর্বেই রাতে গোয়ল ঘর থেকে চুরি হয় । গরুটি চুরি হওয়ার পর মোঃ আজিম রাউজানের বিভিন্ন এলাকায় গরুটি খুজে না পেয়ে হতাশ হয়ে পড়ে।
১১ জুলাই রবিবার সকালে একই্কাএর আবদুল মান্নানের পুত্র পুর্ব রাউজান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী সেকান্দর আজিমের চোরাই গরুটি সহ ধরা পড়ে জনতার হাতে । স্কুলের দপ্তরী সেকান্দর আজিমের গরুটি চুরি করে নিয়ে করোনার প্রার্দুভাবের কারনে বন্দ্ব থাকা স্কুলের একটি কক্ষে নিয়ে রাখে । স্কুলের কক্ষ থেকে গরুটি বের করলে এলাকার লোকজন দেখতে পেয়ে স্থানীয় মেম্বার আবদুল নবীকে ডেকে নেয় স্থানীয় জনতা । স্থানীয় মেম্বার আজিম কে ডেকে আনলে গরুটি তার বলে সনাক্ত করে। পরে চোরাই গরু সহ গরু চোর সেকান্দরকে রাউজান ইউনিয়নের চেয়ারম্যান বি, এম জসিম উদ্দিন হিরুর কাছে নিয়ে যায় । স্থানীয় চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু চোরাই গরু সহ গরু চোর সেকান্দরকে রাউজান থানা পুলিশের কাছে সোর্পদ করে । এ ব্যাপারে রাউজান থানার ওসি আবদুল্ল্রাহ আল হারুন বলেন, জনতা চোরাই গরু সহ গরু চোর সেকান্দরকে পুলিশের কাছে সোর্পদ করেছে । এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে ।











