আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শিশু-কিশোর সংগঠন ফুটন্ত ফুলের আসর চট্টগ্রাম মহানগরের আয়োজনে আন্তঃ ক্রিকেট T10 ম্যাচের ফাইনাল ভাষা সৈনিক নুরুল ইসলাম হাশেমী বনাম মনিরুজ্জামান ইসলামাবাদীর দল গতকাল ২৮ ফেব্রুয়ারি অংশগ্রহণ করে।
ফাইনালে অতিথি ছিলেন, বিশিষ্ট কলামিস্ট অধ্যাপক সৈয়দ মোঃ মোখতার আহমেদ, শহীদ হালিম-লিয়াকত স্মৃতি সংসদ চট্টগ্রাম মহানগর দক্ষিণের সমন্বয়ক মুহাম্মদ নুর রায়হান চৌধুরী। ফুটন্ত ফুলের আসর চট্টগ্রাম মহানগরের পরিচালক মুহাম্মদ আরিফুল ইসলাম ইরফানের তত্ত্বাবধানে মুহাম্মদ নাইমুল হক, এইচ এম রিয়াজ উদ্দিন, মাইনুল ইসলাম সাঈদ ও আরাফাত আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত ম্যাচে আল্লামা হাশেমী দলের দেওয়া ৬৭ রান টার্গেট তাড়া করতে নেমে মাত্র ২ রানের জন্য হার মানে আতিহার হোসাইনের মনিরুজ্জামান ইসলামাবাদী দল।
প্রথমবারের চ্যাম্পিয়ন হয় আকিল মোকাররম সামির আল্লামা নুরুল ইসলাম হাশেমীর দল। অতিথিবৃন্দ বলেন, শিক্ষার্থীদের অ্যাকাডেমিক পড়ালেখার পাশাপাশি সুস্থ সাংস্কৃতি ও ক্রীড়াঙ্গনে অংশগ্রহণ করতে হবে। ফুটন্ত ফুলের আসর কর্তৃক আয়োজিত প্রীতি ক্রিকেট টুর্নামেন্টের ভূয়সী প্রশংসা করেন। আগামীতে শিশু-কিশোরদের এমন আয়োজনে অংশগ্রহণের উদ্ধুদ্ধ করে বলেন, প্রতিযোগিতার এই বিশ্বে শিক্ষার্থী পড়ালেখার পাশাপাশি ক্রিড়াঙ্গনের বিভিন্ন প্রতিযোগিতায় দৃঢ়তার অংশগ্রহণ করে সফলতার আনতে হবে।