থানা থেকে লুট হওয়া বিদেশি পিস্তলসহ দুই অস্ত্রধারী ডাকাতকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানা পুলিশ।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারী) দিবাগত রাতে নগরীর পাহাড়তলী থানার রানী রাসমনি ঘাট গোলচত্বর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে পিস্তল ছাড়াও ৬ রাউন্ড গুলি, একটি টিপছোরা, একটি ফ্যাং ছোরা, একটি লোহার রড উদ্ধার করা হয়। তাদের শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেফতাররা হলেন- মাঈনুর ইসলাম মামুন ওরফে রনি (২০) এবং মো. জামাল (২৬)।
পাহাড়তলী থানার এসআই শহিদুল আলম পারভেজ বলেন, শুক্রবার দিবাগত রাত আড়াইটায় দুইজন অস্ত্রধারী ডাকাতকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে থানা থেকে লুট করা একটি বিদেশি রিভলবার, ৬ রাউন্ড গুলি, একটি টিপছোরা, একটি ফ্যাং ছোরা, একটি লোহার রড উদ্ধার করা হয়। তবে এর আগে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের আরও কয়েক সদস্য কৌশলে পালিয়ে যায়।
তিনি বলেন, আসামিরা অন্য সহযোগীদের সঙ্গে মিলে পাহাড়তলী থানা এলাকায় বিভিন্ন পয়েন্টে যাত্রী ও পথচারীদের ছোরার ভয়ভীতি দেখিয়ে মূলবান জিনিসপত্র, টাকা-পয়সা লুট করে আসছিল। তারা পেশাদার ছিনতাইকারী ও ডাকাত দলের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।