চবি শিক্ষক সমিতির বরণ-বিদায় অনুষ্ঠানে চবি উপাচার্য
চট্টগ্রাম বিশ^বিদ্যালয় শিক্ষক সমিতির বিদায়ী ও নবীন শিক্ষকদের সংবর্ধনা ২০১৮ অনুষ্ঠান ২০ মার্চ ২০১৯ দুপুর ১২ টায় চবি ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভাষণ দেন চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। সংবর্ধিত বিদায়ী শিক্ষকবৃন্দ হলেন পদার্থ বিদ্যা বিভাগের প্রফেসর ড. অরুণ কুমার দেব ও প্রফেসর ড. মোবাশে^র আহমেদ, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মো. আতিকুর রহমান, দর্শন বিভাগের প্রফেসর ড. এন এইচ এম আবু বকর, একাউন্টিং বিভাগের প্রফেসর ড. বিনয় কৃষ্ণ শর্মা, লোক প্রশাসন বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ নুরুল ইসলাম, বাংলা বিভাগের জনাব ফজিলাতুন নেসা ও প্রফেসর মুহাম্মদ গোলাম মোস্তফা, রাজনীতি বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মাহফুজুল হক চৌধুরী ও প্রফেসর ড. মোহাম্মদ হাসান এবং প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ আলাউদ্দিন।
মাননীয় উপাচার্য তাঁর ভাষণে চবি শিক্ষক সমিতির উদ্যোগে আয়োজিত বিদায়ী ও নবীন শিক্ষকদের সংবর্ধনা অনুষ্ঠানে নবাগত শিক্ষকদের স্বাগত এবং বিদায়ী শিক্ষকদের আন্তরিক অভিনন্দন জানান। তিনি বলেন, শিক্ষকতা একটি মহৎ পেশা। শিক্ষকবৃন্দ দেশে আলোকিত মানবসম্পদ তৈরির কারিগর। তাঁরা দেশ-জাতির সমৃদ্ধি অর্জনে নিরবচ্ছিন্নভাবে জ্ঞান বিতরণের মাধ্যমে দক্ষ, যোগ্য ও মেধাবী জাতি গঠনে নিরলসভাবে অবদান রেখে চলেছেন। মাননীয় উপাচার্য নবাগত শিক্ষকবৃন্দকে শিক্ষকতার মতো এ মহান পেশাকে প্রকৃতঅর্থে হৃদয়ে ধারণ করে জ্ঞান-গবেষণায় অধিকতর সমৃদ্ধি অর্জনের মাধ্যমে বিবেকপ্রসূত হয়ে স্ব স্ব দায়িত্ব নিষ্ঠার সাথে পালনের আহবান জানান। মাননীয় উপাচার্য বলেন বিদায়ী শিক্ষকবৃন্দদীর্ঘ শিক্ষকতা জীবনে দেশে আলোকিত মানবসম্পদ তৈরির পাশাপাশি বিশ^বিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে তাঁদের মেধা, প্রজ্ঞা ও অভিজ্ঞতা দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁদের এ অবদান বিশ^বিদ্যালয় প্রশাসন শ্রদ্ধাভরে স্মরণ রাখবে। মাননীয় উপাচার্য বিদায়ী শিক্ষকদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করেন। অনুষ্ঠানে মাননীয় উপাচার্য নবাগত শিক্ষকদের ফুল দিয়ে বরণ করেন এবং বিদায়ী শিক্ষকদের উত্তরীয় পরিয়ে দেন এবং সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।
চবি শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. আহমদ সালাউদ্দিনের সভাপতিত্বে এবং অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. লায়লা খালেদার পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. অলক পাল। অনুষ্ঠানে চবি শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের সদস্যসহ সাধারণ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।