প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর উদ্যোগে রমাদানের তাৎপর্য আলোচনা ও ইফতার মাহ্ফিল ৬ রমাদান ১৪৪৬ হিজরি, জুমাবার, বিকাল ৫ টায় হোটেল সৈকতের সাঙ্গু হলে অনুষ্ঠিত হয়।
প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতির সিনিয়র সহ-সভাপতি এস এম মাহবুবুর রহমানের সভাপতিত্বে এবং প্রাক্তন সাধারণ সম্পাদক ও বর্তমান নির্বাহী সদস্য আহমদ ইমরানুল আজিজের সঞ্চালনায় এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আরবি বিভাগের অধ্যাপক, বিশিষ্ট ইসলামিক স্কলার ও মিডিয়া ব্যক্তিত্ব প্রফেসর ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মোহাম্মদ মুহিবউল্যাহ ছিদ্দিকী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ও বাংলাদেশ স্টাডিজ বিভাগের সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ সাখাওয়াত হুসাইন, সমিতির প্রাক্তন সভাপতি ও বর্তমান নির্বাহী সদস্য মুহাম্মদ শওকত আলী নূর প্রমুখ।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর এ এন এম ইউসুফ চৌধুরী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, চট্টগ্রাম অঞ্চলের পরিচালক প্রফেসর মো. ফজলুল কাদের চৌধুরী, বাকলিয়া সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মো. জসিম উদ্দীন খান, সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম এর উপাধ্যক্ষ প্রফেসর জসিম উদ্দিন আহমেদ, সমিতির জীবন সদস্য প্রফেসর মো. জসিম উদ্দিন, অধ্যাপক লিয়াকত আখতার সিদ্দিকী, মো. মাহবুব আলম, অ্যাডভোকেট চৌধুরী গোলাম মহিউদ্দিন খান, নাহিদ বানু, মো. হারুনুর রশিদ মনসুরী, অ্যাডভোকেট ড. মঈন উদ্দিন আহমদ, সমিতির প্রাক্তন সহ-সভাপতি জাফর সাদেক চৌধুরী, সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান সেলিম, অর্থ সম্পাদক আ ন ম নাসির উদ্দিন, যুগ্ম সম্পাদক ওমর ফারুক হোসাইনী, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রেহেনা আখতার বেগম, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোহাম্মদ শাহজাহান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোস্তফা নাজমুল কাউসার আরমান, দফতর সম্পাদক মুহাম্মদ নুরুল বশর রাসেল এবং নির্বাহী সদস্য আকতার কামাল চৌধুরী ও এ এম রমিজ আহমদ।
ইফতার মাহ্ফিলে সমিতির জীবন সদস্য, বিভাগের প্রাক্তন শিক্ষার্থী, আমন্ত্রিত অতিথি ও বর্তমান শিক্ষার্থী এবং সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। ব্যাপক উপস্থিতির মাধ্যমে ইফতার মাহফিল সম্পন্ন হওয়ায় উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন সমিতির সভাপতি আলহাজ্ব জামাল মোস্তফা চৌধুরী ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান সেলিম। প্রধান আলোচক বলেন, রমাদান শিক্ষা গ্রহণ করে আমাদের বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে হবে। পরিশেষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি পরিবারের সকলের জন্য দোয়া করে মোনাজাত করা হয়।