এশিয়া মহাদেশের কবিয়াল সম্রাট একুশে পদকপ্রাপ্ত কবিয়াল রমেশ শীলের বাড়ীতে সার্বজনীন শ্রী শ্রী জ্বালাকুমারী মাতৃমন্দির প্রাঙ্গণে দুইদিন ব্যাপী মহোৎসব অনুষ্ঠিত হবে
নিজস্ব প্রতিবেদক: দোল পূর্ণিমা সনাতন ধর্মাবলম্বীদের কাছে একটি অতি আনন্দের উৎসব। এই উৎসবটি স্থানভেদে হোলি উৎসব, দোল পূর্ণিমা উৎসব বা গৌর পূণির্মা উৎসব হিসেবে পালিত হয়। তবে হোলি ও গৌর পূর্ণিমা একইদিনে পালিত হলেও উৎসব দুটি মূলত আলাদা। বর্তমানে হোলি উৎসবটি সারা পৃথিবীজুড়েই সনাতনীদের কাছে বেশ জনপ্রিয়।
আনুমানিক ৫৫০০ বছর আগে ফাল্গুন মাসের পূর্ণিমায় ব্রজবাসীগণ তাদের প্রাণপ্রিয় পরমেশ্বর শ্রীকৃষ্ণ ও রাধারাণীকে বৃন্দাবনে একত্রে পেয়ে সীমাহীন আনন্দে উদ্বেলিত হয়ে একটি উৎসবের আয়োজন করেন। সেই উৎসবে তারা রাধারাণী ও শ্রীকৃষ্ণকে ফুলের দোলনাতে বসিয়ে মহানন্দে দোল দেন এবং সেই আনন্দ বহুগুনে বর্ধিত হলে তারা রাধা-কৃষ্ণের চরণে বিভিন্ন বর্ণের আবির ঢেলে প্রেমানন্দের বহিঃপ্রকাশ করেন। সেই স্মৃতিকে স্মরণ করে ফল্গুন মাসের পূর্ণিমা তিথিতে রঙ্গের উৎসবকে ধারন করে এশিয়া মহাদেশের কবিয়াল স¤্রাট একুশে পদকপ্রাপ্ত কবিয়াল রমেশ শীলের বাড়ীর সার্বজনীন শ্রী শ্রী জ্বালাকুমারী মাতৃমন্দির প্রাঙ্গণে আগামী ১৩ ও ১৪ মার্চ ২০২৫, ২৮ ও ২৯ ফাল্গুন ১৪৩১ বাংলা দুইদিন ব্যাপী অনুষ্ঠিত হবে ২০তম বার্ষিক ধর্মসভা শ্রীমদ্ভগবদ্ গীতাপাঠ ও মহোৎসব।
উক্ত ধর্মসভা ও মহোৎসব এর অনুষ্ঠান সুচির মধ্যে প্রথম দিন ২৮ শে ফাল্গুন ১৪৩১ বাংলা, ১৩ই মার্চ ২০২৫ ইংরেজী, বৃহস্পতিবার বিকাল ০৩.০১ মিনিটে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা শুরু হবে, সন্ধ্যা ০৬.০১ মিনিটে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করবেন চট্টগ্রামের আধ্যাত্মিক অলৌকিক সাধনার স্থান প্রসিদ্ধ শ্রী শ্রী গোমদন্ডী যোগাশ্রম এর কর্মাধ্যক্ষ শ্রীমৎ স্বামী ছত্রেশ্বরানন্দ সরস্বতী মহারাজ, সন্ধ্যা ০৭.৩০ মিনিটে মহতী ধর্মসভায় প্রধান ধর্মীয় বক্তা হিসেবে উপস্থিত থাকবেন শ্রী শ্রী রাধাবিনোদ কেন্দ্রীয় ও মাতৃপরিষদ এর সভাপতি বিভুতি শীল (বিভু), উক্ত ধর্মসভায় সভাপতিত্ব করবেন শ্রী শ্রী জ্বালাকুমারী মাতৃমন্দির পরিচালনা পর্ষদ এর সভাপতি ও শ্রী শ্রী বাসন্তী পূজা উৎযাপন পরিষদ এর প্রতিষ্ঠাতা সভাপতি বাবু বিষ্ণু পদ শীল, রাত ৮.০১ মিনিটে কবিয়াল রমেশ শীল শিল্পী গোষ্ঠী ও স্থানীয় শিল্পীবৃন্দের পরিবেশনায় ধর্মীয় সঙ্গীতানুষ্ঠান, রাত ৯.০১ মিনিটে টিভি ও বেতার শিল্পীদের পরিবেশনায় সঙ্গীতানুষ্ঠান এবং রাত ১০.০১ মিনিটে আনন্দ বাজারে অন্নপ্রসাদ আস্বাদন এর মধ্য ১ম দিনের অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটবে।
ব্রক্ষমুহুর্তে মঙ্গল গুরু বন্দনা ও নগর কীর্ত্তন এর মাধ্যমে ধর্মসভা ও মহোৎসব এর দ্বিতীয় দিন ২৯ শে ফাল্গুন ১৪৩১ বাংলা, ১৪ই মার্চ ২০২৫ ইংরেজী, শুক্রবার অনুষ্টানের সূচনা হবে, সকাল ৯.৩০ মিনিটে শুরু হবে দোলপূজা, সকাল ১০.০১ মিনিটে : শ্রীমদ্ভগবদ্ গীতাপাঠ গীতাপাঠ করবেন পটিয়া করল মোহনানন্দ সেবাশ্রম এর শ্রীমৎ স্বামী নরেশ্বরানন্দ অববুদ্ধ মহারাজ ও সহযোগীতায় থাকবেন আগত ব্রহ্মচারীবৃন্দ, দুপুর ১ ঘটিকায় আনন্দ বাজারে অন্নপ্রসাদ আস্বাদনের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটবে।
দুই দিন ব্যাপী মহতী অনুষ্ঠানের সার্বিক সহযোগীতায় থাকবেন জালাকুমারী মাতৃ মন্দির পরিচালনা পর্ষদ, কবিয়াল রমেশ শীল শিল্পী গোষ্ঠী পরিচালনা পর্ষদ, উদয়ন সংঘ দূর্গা মন্দির পরিচালনা পর্ষদ, শ্রী শ্রী লোকনাথ মন্দির পরিচালনা পর্ষদ, শ্রী শ্রী জগদীশ্বরী কালীবাড়ী পরিচালনা পর্ষদ, শ্রী শ্রী জগদানন্দ মিশন পরিচালনা পর্ষদ, যুব একতা সংঘ, উদয়ন উন্নয়ন সংঘ, পূর্ব গোমদন্ডী বণিক পাড়া একতা ক্লাব, শ্রী শ্রী গোমদন্ডী গুরু গীতা সংঘ, পূর্ব গোমদন্ডী প্রগতি সংঘ, রমেশ স্মৃতি সংসদ , পল্লী মঙ্গল যুবক সমিতি ও দাশ পাড়া মায়ের উন্নয়ন সংঘ।
আগামী ১৩ ও ১৪ মার্চ ২০২৫ শ্রীকৃষ্ণের দোল পূর্ণিমা উৎসব উদযাপন কমিটি কর্তৃক অনুষ্টিত দুই দিন ব্যাপী মহতী অনুষ্ঠানে সকল সুধী ভক্তস্বজন স্বপরিজন ও সবান্ধব উপস্থিত থেকে আনন্দচিত্তে প্রেমা আলিঙ্গনের ক্ষুদ্র প্রয়াসকে সার্বিক সহযোগিতা করে সফল করার জন্য অনুরোধ জানিয়েছেন সভাপতি সাধন শীল, সাধারণ সম্পাদক অন্তর শীল ও অর্থ সম্পাদক রুপক শীল।