চবি প্রীতিলতা হলের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রীতিলতা হলের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে ৮ মার্চ ২০২৫ শনিবার বিকেল ৫ টায় আলোচনা সভা ও ইফতার মাহফিল হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার।

এতে বিশেষ অতিথি ছিলেন চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. শামীম উদ্দিন খান ও উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন। চবি প্রীতিলতা হলের প্রভোস্ট প্রফেসর ড. মুহাম্মদ হাসমত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন চবি শামসুন নাহার হলের প্রভোস্ট প্রফেসর ড. বেগম ইসমত আরা হক। এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হলের প্রভোস্ট এ. জি. এম. নিয়াজ উদ্দিন, চবি প্রক্টর প্রফেসর ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ এবং চবি ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা পরিচালক ড. মো. আনোয়ার হোসেন।

উপাচার্য চবি প্রীতিলতা হলের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও ইফতার মাহফিলে সকলকে নারী দিবসের শুভেচ্ছা ও স্বাগত জানান। তিনি একইসাথে উপস্থিত সকলকে পবিত্র মাহে রমজানের মোবারকবাদ জানান। তিনি বলেন, পবিত্র কুরআনে সূরা নাযিলের মাধ্যমে নারীদেরকে ইসলামে সম্মান দেয়া হয়েছে। বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা:) ও তা উল্লেখ করেছেন। তিনি আরও বলেন, জ্ঞান অর্জনের জন্য সুদূর চীন দেশে যাওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন। এখানেও নারী-পুরুষের কোন ভেদাভেদের কথা উল্লেখ নেই।

উপাচার্য বলেন, পবিত্র মাহে রমজানের রোজাদারকে মহান আল্লাহ স্বয়ং নিজ হাতে পুরস্কারের ঘোষণা দিয়েছেন। এজন্য আমরা সকলেই পবিত্র মাহে রমজানের রোজাগুলো সঠিকভাবে পালন করার চেষ্টা করবো। প্রসঙ্গক্রমে উপাচার্য বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একাডেমিক ও শিক্ষাসহায়ক কার্যক্রমের সুন্দর পরিবেশ বিরাজ করছে। বর্তমান প্রশাসন ইতোমধ্যে সকলের সহযোগিতায় সুন্দর পরিবেশ তৈরি করতে সক্ষম হয়েছে। এ সুন্দর পরিবেশের অবারিত সুযোগ কাজে লাগিয়ে শিক্ষার্থীরা একাডেমিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীর কার্যক্রম গ্রহণের মাধ্যমে নিজেদের জ্ঞানকে সমৃদ্ধ করবে। এটা শিক্ষার্থীদের পরবর্তী কর্মজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উপ-উপাচার্য (একাডেমিক) বলেন, পবিত্র আল কুরআনে নারীদের মর্যাদা সম্পর্কে স্পষ্ট উল্লেখ রয়েছে। পবিত্র ধর্ম ইসলামকে যদি সঠিকভাবে চর্চা করা হয়, তাহলে নব্বই শতাংশ মুসলমানের এদেশে থাকবেনা কোন ধরনের হানাহানি, অন্যায়-অত্যাচার ও বিশৃংখলা। উপ-উপাচার্য সকলকে মানসিকতা পরিবর্তনের মাধ্যমে পবিত্র ধর্ম ইসলামের মর্মবাণী মনেপ্রাণে ধারণ করার আহবান জানান।

উপ-উপাচার্য (প্রশাসন) সকলকে নারী দিবসের শুভেচ্ছা ও পবিত্র মাহে রমজানের মোবারকবাদ জানান। তিনি বলেন, আমাদের নারীরা বর্তমানে অনেক ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক কার্যক্রমেও নারীরা অনেক বেশি অবদান রাখছে।

অনুষ্ঠানের প্রধান আলোচক প্রফেসর ড. বেগম ইসমত হক বলেন, ইসলামে নারী এবং পুরুষের মধ্যে সমান অধিকার দেওয়া হয়েছে। ইসলাম নারীদেরকে অর্থনৈতিক অধিকারও দিয়েছে। তিনি সকলকে পবিত্র ধর্ম ইসলাম সঠিকভাবে বুঝার আহ্বান জানান।

হলের আবাসিক শিক্ষার্থী মার্জিদা আক্তার লিপির সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হলের আবাসিক শিক্ষক ফারহানা আজিজ। অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন আসমা সানিয়া। ছাত্রীদের পক্ষে বক্তব্য রাখেন নুজহাত তাহসিনা কারিমা ও মরিয়ম আক্তার মৌ। আলোচনা সভা ও ইফতার মাহফিলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, হলের আবাসিক শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।