জ্যোগীশিসের ৫১ সদস্যদের চট্টগ্রাম জেলা কমিটি

শ্রী শ্রী জ্যােতিশ্বর গীতা শিক্ষা সংঘ (জ্যােগীশিস) বাংলাদেশের উদ্যােগে ১ম পর্বে বিশ্বশান্তি গীতাযজ্ঞ ও ধর্মীয় মহাসম্মেলন বাঙ্গালহালিয়া ওঁকারেশ্বর মঠ ও মিশনে গত ৭ই মার্চ অনুষ্ঠিত হয়।

২য় পর্বে ছিল শ্রী শ্রী জ্যোতিশ্বর গীতা শিক্ষা সংঘ (জ্যোগীশিস) মঙ্গল প্রদীপ প্রজ্বলন গীতাপাঠ ও শপথ বাক্য পাঠের মধ্য দিয়ে চট্টগ্রাম জেলার কমিটির অভিষেক অনুষ্ঠানের শুভসূচনা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওঁকারেশ্বর মঠ ও মিশনে অধ্যক্ষ ও কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্রীমৎ বিদেহানন্দ ব্রক্ষচারী মহারাজ। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন (কক্সবাজার জেলা, খাগড়াছড়ি রাঙ্গামাটি হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের মাননীয় ট্রাস্টী শ্রী পরিমল কান্তি শীল। এতে বিশেষ অতিথি ছিলেন মাষ্টার প্রদীপ কুমার সুশীল (কাপ্তাই জেলা ট্রাষ্টি প্রতিনিধি, অলক চৌধুরী (জ্যোগীশিস কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক), দেবব্রত কর দেবু (এএসপি), আশীষ চৌধুরী (রাঙ্গামাটি জেলা ট্রাষ্টি প্রতিনিধি) সান্টু চৌধুরী, অমলেন্দু ধর। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক নিজ্জ্বল সাহা।

এতে বাবু বিশ্বজিৎ পালকে সভাপতি ও বাবু রবিন সাহাকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট চট্টগ্রাম জেলা কমিটি ঘোষণা করেন শ্রী শ্রী জ্যোতিশ্বর গীতাশিক্ষা সংঘ (জ্যোগীশিস) বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ওঁকারেশ্বর মঠ ও মিশনে অধ্যক্ষ শ্রীমৎ বিদেহানন্দ ব্রক্ষচারী মহারাজ। তিনি বলেন আগামীতে এ কমিটি জ্যোগীশিসকে একটি কল্যাণকামী সংগঠন হিসেবে জনমানুষের কাছে পৌঁছে দিবে।