চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) চারটি অনুষদের কৌশলগত পরিকল্পনা প্রস্তুতি (Workshop on Strategic Plan Preparation of Four Faculties, CVASU’ বিষয়ক দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ এর ২য় তলাস্থ কনফারেন্স কক্ষে গতকাল রবিবার অনুষ্ঠিত কর্মশালায় ভেটেরিনারি মেডিসিন অনুষদ, ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদ ও মাৎস্যবিজ্ঞান অনুষদের ‘5-Year Strategic Planning Committee’ এর আহ্বায়ক, সদস্য, বহি:সদস্যবৃন্দ এবং বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ও বিভাগীয় প্রধানগণ অংশগ্রহণ করেন।
বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) কর্তৃক আয়োজিত উক্ত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান। আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. খ. নূরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ড. মো: আহাদুজ্জামান।
কর্মশালার টেকনিক্যাল সেশনে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন সিভাসু’র ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি ও ফার্মাকোলজি বিভাগের প্রফেসর ড. একেএম সাইফুদ্দিন, আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. খ. নূরুল ইসলাম এবং জিনোমিক্স ও বায়োইনফরমেটিক্স বিভাগের প্রধান প্রফেসর ড. মো: আহসানুল হক।