সাগরিকায় কাটা পড়ল ওয়াসার সঞ্চালন লাইন, পানি সরবরাহ বন্ধ!

চট্টগ্রামে এবার সাগরিকা এলাকায় বিদ্যুতের ভূগর্ভস্থ কেবল স্থাপনের সময় ওয়াসার পানি সরবরাহের লাইন কাটা পড়েছে। ওয়াসার ১১০০ মিলিমিটার ব্যাসের প্রধান সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে আগ্রাবাদ, হালিশহর, সিডিএসহ আশেপাশের এলাকার মানুষজন। লাইন কাটা পরায় এসব এলাকার পানি সরবরাহ বন্ধ রয়েছে।

চট্টগ্রাম ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. নুরুল আমিন বলেন, শনিবার (৮ মার্চ) রাতে সাগরিকা এলাকায় কাজ চলছিল। পাওয়ার গ্রিড বাংলাদেশের ভূগর্ভস্থ কেবল বসানোর কাজের সময় ওয়াসার লাইনটি ক্ষতিগ্রস্ত হয়। হালিশহরে যে ট্যাঙ্কে রেখে আমরা পানি সরবরাহ করি লাইন কেটে যাওয়ার কারণে সেখানে পানি রাখা সম্ভব হচ্ছে না। যে কারণে আগ্রাবাদ, হালিশহর, সিডিএসহ আশেপাশের বিভিন্ন এলাকায় পানি সরবরাহ বন্ধ রয়েছে।

এ বিষয়ে ওয়াসা গণবিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, এই সঞ্চালন লাইনের মাধ্যমে হালিশহর এলিভেটেড ট্যাংক হয়ে আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা, সিডিএ আবাসিক এলাকা, পশ্চিম মাদারবাড়ি, হালিশহর, বড়পোল, ছোটপোল, বেপারীপাড়া, গোসাইলডাঙ্গা, পানওয়ালাপাড়া, পোস্তার পাড়, ধনিওয়ালা পাড়া, কদমতলী, হাজীপাড়া, শান্তিবাগ, মুহুরীপাড়া, পাহাড়তলী, ঈদগাঁ, দেওয়ানহাটসহ সংলগ্ন এলাকায় পানি সরবরাহে বিঘ্ন সৃষ্টি হবে।

পানি সরবরাহ বন্ধ থাকায় অনেকেই বোতলজাত ও জারের পানি কিনে দৈনন্দিন কাজ চালিয়ে নিচ্ছেন। তবে অতিরিক্ত চাহিদার কারণে বাজারে পানির সংকটও তৈরি হয়েছে। এতে নিত্যপ্রয়োজনীয় কাজ যেমন—খাবার রান্না, কাপড় ধোয়া ও গোসল করা দুষ্কর হয়ে পড়েছে।

এদিকে, লাইনটি মেরামত করে পানি সরবরাহ করতে আরো দুইদিন সময় লেগে যেতে পারে বলে জানিয়েছেন ওয়াসার কর্মকর্তারা, সেক্ষেত্রে বুধবার (১২ মার্চ) পর্যন্ত পানি সংকট রয়ে যাবে।

এর আগে ১৭ ফেব্রুয়ারি বিকেলে অক্সিজেন-কুয়াইশ সড়কের অনন্যা আবাসিক সংলগ্ন এলাকায় জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় কালভার্ট নির্মাণের কাজ চলাকালে ওয়াসার ৪৮ ইঞ্চি ব্যাসের সরবরাহ পাইপ লাইন ফেটে যায়।

তখন নগরীর হালিশহর, আগ্রাবাদ, মাদারবাড়ি, দেওয়ানহাট, লালখান বাজার, ওয়াসার মোড়, জিইসি মোড়, ২ নম্বর গেট, বায়েজিদ বোস্তামি, নাসিরাবাদ, মুরাদপুর, কদমতলী, বহদ্দারহাট, কুয়াইশ, জামালখান, চকবাজার, আন্দরকিল্লা ও সংলগ্ন এলাকাসহ শহরের প্রায় এক তৃতীয়াংশ এলাকায় পানি সরবরাহ বন্ধ হয়ে গিয়েছিল।