সম্প্রতি ম্যাটস, ডিএমএফ ইস্যুতে স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক গৃহীত সিদ্ধান্তের বিরুদ্ধে এবং ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে রাঙ্গামাটিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।
সোমবার (১০ মার্চ) দুপুরে রাঙ্গামাটি মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসক পরিষদের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।
এ সময় শিক্ষার্থীরা জেনারেল হাসপাতালের প্রধান ফটকের সামনে প্রতিবাদ সমাবেশ করেন। পরে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি হাসপাতাল প্রদক্ষিণ শেষে রাঙ্গামাটি মেডিকেল কলেজে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ ও সমাবেশ উপস্থিত ছিলেন ডা. আসিফ ইবনে হোসাইন, ডা. আক্তার হোসেন আকিব, ডা. অনিক কুমার কুরী শোভন, ডা. শব মেরাজ এ্যাথি, ডা. মুন্নি, ডা. উর্মি, ৫ বর্ষের মো. তানভীর হোসেন, ৪র্থ বর্ষের ফেরদৌস ইউছুফ প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, পরিশ্রমের মাধ্যমে ডাক্তার উপাধি অর্জন করতে হয়, অথচ কিছু শ্রেণি অবৈধভাবে এটি ব্যবহার করছে। এটি বন্ধ না হলে দেশের চিকিৎসা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হবে।
এ সময় বক্তারা এমবিবিএস ডিগ্রি ছাড়া ডাক্তার পদবি ব্যবহার বন্ধ, ‘নামসর্বস্ব’ ম্যাটসের কার্যক্রম বন্ধ, বিসিএস পরীক্ষায় বয়স বৃদ্ধিসহ ৫ দফা দাবি জানান, এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা।