চট্টগ্রামে অপহরণ-ধর্ষণ মামলায় সাজপ্রাপ্ত আসামি ১৪ বছর পর আটক

চট্টগ্রামে অপহরণ ও ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ওসমান গণি (৪০)-কে ১৪ বছর পর গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রবিবার (০২ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে নগরীর ইপিজেড থানাধীন দক্ষিণ হালিশহর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সোমবার (০৩ মার্চ) র‍্যাব (০৭) এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়। গ্রেপ্তার ওসমান গণি সাতকানিয়া উপজেলার বাজালিয়া গ্রামের আফসার উদ্দিনের ছেলে।

র‍্যাব জানায়, সীতাকুণ্ড থানার আলোচিত অপহরণ এবং ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ওসমান গণিকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।