ভাসমান ও হতদরিদ্র শিশুদের ঈদের পোশাক দিলো লায়ন উজ্জ্বল

বিশ্বব্যাপি কোভিড ১৯ এর কারনে অবরুদ্ধ হয়ে পড়েছে। বাংলাদেশ ও এর ব্যতিক্রম নয় বিশেষ করে ভাসমান ও হতদরিদ্র লোকগুলো বেকায়দায় পরেছে। এর মধ্যে খাদ্যেভাব দেখা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে লায়ন আনোয়ার হোসাইন উজ্জ্বল বিভিন্ন ভাবে সহায়তা করে যাচ্ছে তার ব্যতিক্রম উদ্যোগ হলে চট্টগ্রাম মহানগরে শতাধিক ভাসমান ও হতদরিদ্র শিশু কিশোরদের মাঝে ঈদের নতুন পোশাক বিতরণ। আজ চট্টগ্রামের তিনটি স্পটে ষোল শহর রেলস্টেশন, মুরাদপুর ও পাচলাইশ মোড়ে ঈদের নতুন পোশাক বিতরণ করা হয়। তার সাথে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদল নেতা এম শাহজান সাহিল, চট্টগ্রাম উত্তর জেলা জাতীয়তাবাদী হিন্দু ফোরামের সিনিয়র সহ-সভাপতি লিমন চৌধুরী বাপ্পা, বাবর খান, শাহাদাত হোসেন সহ প্রমুখ। প্রেস রিলিজ