‘লেখাপড়ার পাশাপাশি স্কাউট আন্দোলনের মাধ্যমে সমাজ সেবামূলক কর্মে অংশগ্রহণ করতে হবে’

বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত নৌস্কাউটসের ১৩তম নৌ আঞ্চলিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কক্সবাজারের নৌবাহিনী ঘাঁটিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাপনী অনুষ্ঠানে সহকারী নৌবাহিনী প্রধান (পার্সোনেল) ও কমিশনার নৌ আঞ্চলিক স্কাউটস রিয়ার অ্যাডমিরাল আব্দুল্লাহ আল মামুন চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

গত ১১ ফেব্রুয়ারি থেকে অনুষ্ঠিত তিন দিনব্যাপী এ সমাবেশে বাংলাদেশ স্কাউটস, নৌ অঞ্চলের অধীনে সব জেলা নৌস্কাউটস হতে প্রায় ৩৫০ জন স্কাউট, স্বেচ্ছাসেবক, স্কাউট লিডার এবং নৌ ও স্কাউট কর্মকর্তা অংশ নেন।

প্রধান অতিথি রিয়ার অ্যাডমিরাল আব্দুল্লাহ আল মামুন চৌধুরী তার সমাপনী বক্তব্যে যুব সমাজকে লেখাপড়ার পাশাপাশি স্কাউট আন্দোলনের মাধ্যমে সমাজ সেবামূলক কর্মকাণ্ডে অংশ নিয়ে আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠার ওপর গুরুত্বারোপ করেন।

এসময় তিনি অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করেন। পরবর্তীতে স্কাউটদের পরিবেশনায় আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। সমাপনী দিনে চট্টগ্রাম নৌ অঞ্চলের সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।