ঈদগাঁওয়ে নবনিযুক্ত সহকারী অ্যাটর্নি জেনারেল শায়খুল ইসলাম সংবর্ধিত

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার: কক্সবাজারের ঈদগাঁওয়ে খেলাফত মজলিশের কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক ও নবনিযুক্ত সহকারি অ্যাটর্নি জেনারেল এডভোকেট হাফেজ মাওলানা মোঃ শায়খুল ইসলাম ব্যাপকভাবে সম্বর্ধিত হয়েছেন।

৮ নভেম্বর ( শনিবার) দুপুরে খেলাফত মজলিশ ঈদগাঁও উপজেলা শাখা তার সম্মানে এ সংবর্ধনার আয়োজন করে। সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির উপজেলা সভাপতি ক্বারী মোঃ ফোরকান।

সংগঠনের সাধারণ সম্পাদক হাফেজ ইমরান উদ্দিনের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন এডভোকেট শায়খুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার সহ-সভাপতি হাফেজ শহিদ উল্লাহ মিয়াজী, জেলা সাধারণ সম্পাদক জুনায়েদ মাহমুদ শাহেদ ও জেলা প্রশিক্ষণ সম্পাদক প্রভাষক মিজানুর রহমান।

বক্তব্য রাখেন খেলাফত মজলিশ ঈদগাঁও উপজেলা শাখার সহ-সভাপতি হাফেজ কলিম উল্লাহ, সহ-সম্পাদক মাওলানা নাজির হোছাইন, বায়তুলমাল সম্পাদক শাহজাহান ও নির্বাহী সদস্য মাস্টার আতিকুর রশিদ তারেক।

এছাড়াও মাওলানা হারুন ফরাজী, হাফেজ নুরুল হক, মাওলানা আজিজুল হক, রফিকুল ইসলাম, রাশেদুল হক প্রমুখ উপস্থিত ছিলেন। শেষে সম্বর্ধিত আইনজীবীকে উপজেলার আওতাধীন বিভিন্ন ইউনিয়ন থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।