সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার: কক্সবাজারের ঈদগাঁও উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন সিনিয়র সাংবাদিক মোঃ মিজানুর রহমান আজাদ।
শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে ক্লাবের সভাপতি মোঃ সেলিম উদ্দীনের সভাপতিত্বে প্রবীণ সাংবাদিক গিয়াস উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে দৈনিক সাঙ্গু ও দৈনিক সৈকতের জৈষ্ঠ্য প্রতিবেদক সিনিয়র সাংবাদিক মোঃ মিজানুর রহমান আজাদকে ২০২৫ ও ২০২৬ সেশনের অবশিষ্ট সময়ের জন্য সাধারণ সম্পাদক মনোনীত করা হয়।
সভায় উপস্থিত ছিলেন সাবেক সভাপতি এসএম তারেক (দৈনিক কক্সবাজার, দৈনিক পূর্বকোণ), সহ-সভাপতি কাফি আনোয়ার (দৈনিক বাঁক খালী),সহ-সাধারণ সম্পাদক আজাদ মনছুর (বাংলাদেশ বেতার),আতিকুর রহমান মানিক (দৈনিক নয়া দিগন্ত),এইচ এন আলম (দৈনিক মিল্লাত)ও আনোয়ার হোছাইন(দৈনিক আমার দেশ)।











