৫ বছর পর মুক্তি পেলেন বলিভিয়ার সাবেক প্রেসিডেন্ট আনেজ

বলিভিয়ার সাবেক প্রেসিডেন্ট জেনিন আনেজ কারাভোগের প্রায় পাঁচ বছর পর বৃহস্পতিবার (৬ নভেম্বর) মুক্তি পেয়েছেন।

আনেজকে ২০২১ সালের মার্চে গ্রেফতার করা হয়। প্রায় ২০ মাস তিনি বিচারপূর্ব আটক অবস্থায় ছিলেন। অতঃপর ২০২২ সালে দায়িত্ব লঙ্ঘন এবং সাংবিধানিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে ১০ বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার ওই রায় বাতিল করে দেওয়ার পর তাকে তাৎক্ষণিকভাবে মুক্তি দেওয়া হয় এবং কোর্ট জানায়, রায় ঘোষণার সময় আইনগত ও প্রক্রিয়াগত ত্রুটি ছিল।

কারাগার থেকে বের হয়ে বলিভিয়ার পতাকা হাতে আনেজ বলেন, ‘এই দেশে কোনো অভ্যুত্থান হয়নি, বরং নির্বাচনী জালিয়াতিই ঘটেছিল।’

তিনি জানান, প্রয়োজনে তিনি আবারও দেশসেবায় এগিয়ে আসবেন।

তিনি বলেন, ‘যে কেউ নিজের দেশকে ভালোবাসে, তার দায়িত্ব হলো দেশকে রক্ষা করা। জানতাম এর জন্য মূল্য দিতে হবে, তবু পিছিয়ে যাইনি।’

২০১৯ সালের অক্টোবরে বলিভিয়ায় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর নির্বাচনী জালিয়াতির অভিযোগে দেশজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়ে। চাপের মুখে ১০ নভেম্বর প্রেসিডেন্ট ইভো মোরালেস পদত্যাগ করে নির্বাসনে যান আর্জেন্টিনায়। তখন সিনেটের সহসভাপতি হিসেবে দায়িত্বে থাকা আনেজ ক্ষমতার শূন্যতা পূরণের জন্য অন্তর্বর্তী প্রেসিডেন্টের দায়িত্ব নেন।

মোরালেসের সমর্থকদের অধিকাংশই ছিলেন আদিবাসী সম্প্রদায়ের, ওই সিদ্ধান্তের প্রতিবাদে তারা লাগাতার বিক্ষোভ করেন। এতে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৩০ জনের বেশি মানুষ নিহত হন। যদিও আনেজ তা অস্বীকার করেন।