চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া হল সংসদ কর্তৃক আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকাল ৪টায় হল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। বিশেষ অতিথি হিসেবে ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, ক্যাম্পাসে এখন সর্বোচ্চ একাডেমিক পরিবেশ বিরাজ করছে। ক্যাম্পাসের সর্বত্র একাডেমিক, গবেষণামূলক ও খেলাধুলাসহ নানা সহ-শিক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে। এমন একটা পরিবেশ আমরা দেখতে চেয়েছিলাম। এ দারুণ পরিবেশ তৈরি করেছে শিক্ষার্থীরা। এ পরিবেশ ধরে রাখতে হবে।
ক্যাম্পাসে একাডেমিক শিক্ষার পাশাপাশি আমরা সহ-শিক্ষা কার্যক্রমকে উৎসাহিত করি সব সময়। শিক্ষার্থীরা ভালো কাজে সংযুক্ত থাকলে খারাপ দিকে ধাবিত হবে না। উপাচার্য বলেন, আমরা যোগ্য শিক্ষক এবং যোগ্য শিক্ষার্থী তৈরি করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। এজন্য নতুন শিক্ষক নীতিমালা প্রণয়ন করা হয়েছে। আমরা বিশ্বাস করি, যোগ্য শিক্ষক নিয়োগ হলে যোগ্য গ্র্যাজুয়েট তৈরি হবে। এতে সমাজ ও রাষ্ট্র উপকৃত হবে।
চবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন হল সংসদের আয়োজনে মুগ্ধতা প্রকাশ করে বলেন, আবাসিক হলে শিক্ষার পরিবেশ খুবই গুরুত্বপূর্ণ। এজন্য দায়িত্ব নেওয়ার পর মেধার ভিত্তিতে আসন বন্টন করেছি। হলের অতি প্রয়োজনীয় বিষয়গুলো সমাধান করা হয়েছে।
আরও যেসব বিষয় মেরামত বা ঠিক করা দরকার বলে মনে হবে সেগুলো আমরা ব্যবস্থা নেব। হলগুলোতে বর্তমানে খুবই ভালো পরিবেশ বিরাজ করছে। শিক্ষার্থীরা নির্বিঘ্নে পড়াশোনা করতে পারছে। আমরা চাই, এ পরিবেশ সব সময় বিরাজ থাকুক।
এসময় উপস্থিত ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলের প্রভোস্ট ও হল সংসদের সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন মিঝি, হলের আবাসিক শিক্ষক ও হল সংসদের কোষাধ্যক্ষ মুহাম্মদ ইলিয়াছ, হলের আবাসিক শিক্ষক ফাতেমা আক্তার হিরামনি, সারমিন আক্তার, মো. মাহবুবুর রহমান ও নাজনীন আক্তার, চবি কেন্দ্রীয় ছাত্র সংসদ-চাকসুর সমাজসেবা ও পরিবেশ সম্পাদক তাহসিনা রহমান, ছাত্রীকল্যাণ সম্পাদক নাহিমা আক্তার দ্বীপা, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ শাওন, সহ-ছাত্রীকল্যাণ সম্পাদক জান্নাতুল নুসরাত আদন, সহ-ক্রীড়া সম্পাদক তামান্না মাহবুব প্রীতি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া হল সংসদের ভিপি সুমাইয়া নুসরাত, জিএস নাজিফা তাসফিয়াসহ চাকসু ও হল সংসদের অন্যান্য প্রতিনিধিবৃন্দ, হলের শিক্ষার্থীবৃন্দ ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।









