ইন্দোনেশিয়ার বান্দা সাগরে ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

ইন্দোনেশিয়ার বান্দা সাগরে ৬.৯ মাত্রার শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হেনেছে। এ গভীরতা ছিল ১১৭ কিলোমিটার। ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র (ইএমএসসি) এ তথ্য জানিয়েছে। এ খবর দিয়েছে দ্য ইন্ডিপেন্ডেন্ট।
খবরে বলা হয়, এখন পর্যন্ত ভূমিকম্পটিতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রের বৈজ্ঞানিক সংস্থা মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) প্রাথমিক পর্যায়ে ভূমিকম্পটির মাত্রা রিখটার স্কেলে ৬.৮ জানিয়েছিল। এর কেন্দ্রস্থল ছিল সাওমলাকি শহর থেকে ২০৫ কিলোমিটার দূরে।
ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটিতে কোনো হতাহত বা অর্থনৈতিক ক্ষতি হওয়ার আশঙ্কা কম। দ্য ইন্দোনেশিয়া সুনামি সার্ভিস প্রোভাইডার জানিয়েছে, ভূমিকম্পটি সুনামি সৃষ্টিতে সক্ষম নয়।।