চট্টগ্রামের আনোয়ারায় আগুনে পুড়ে গেছে ৩ বসতঘর।
রবিবার (১৬ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার বরুমচড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের হাফেজ আহম্মদ ডিলারের পুরাতন বাড়িতে এ ঘটনা ঘটে।
আগুনে ক্ষতিগ্রস্তরা হলেন— ওই এলাকার আবুল হাশেম, আব্দুল মোতালেব এবং নুরুন নবী।প্রত্যক্ষদর্শীরা জানান, ‘সকালে হঠাৎ আগুন দেখতে পেয়ে স্থানীয়রা নেভাতে চেষ্টা চালায়। খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের সদস্যরা এসে কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও ৩ জনের বসতঘরের পুরোটাই ছাই হয়ে যায়।
আনোয়ারা ফায়ার সার্ভিসের অফিসার মো. ইউছুফ সাংবাদিকদের বলেন, ‘সকাল সাড়ে ৯ টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কয়েক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। এ ঘটনায় আনুমানিক ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে প্রায় ১৫ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।