চট্টগ্রামের চন্দনাইশে বাংলাদেশ ইসলামি ফ্রন্ট,যুবসেনা, ছাত্রসেনা চন্দনাইশ সাতকানিয়া (আংশিক) এলাকার আওতাধীন সাংগঠনিক শাখার যৌথ আয়োজনে দায়িত্বশীলদের সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ১৫ মার্চ ) স্থানীয় গাছবাড়ীয়া কমিউনিটি সেন্টারে বাংলাদেশ ইসলামি ফ্রন্ট চন্দনাইশ উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ খলিলুর রহমানের সভাপতিত্বে বাংলাদেশ ইসলামি ফ্রন্ট চন্দনাইশ উপজেলা শাখার যুগ্ন সাধারণ সম্পাদক অধ্যাপক কাজী মোহাম্মদ আমিন উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামি ফ্রন্টের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য জননেতা সোলাইমান ফরিদ। প্রধান বক্তা ছিলেন, কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব রেজাউল করিম তালুকদার। বিশেষ অতিথি ছিলেন, যথাক্রমে কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ আবু তালেব বেলাল, কেন্দ্রীয় প্রচার সচিব মাষ্টার আবুল হোসাইন, দক্ষিণ জেলা সাধারন সম্পাদক আবুল হোসাইন, চন্দনাইশ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা সোলাইমান ফারুকী, আলমগীর ইসলাম বঈদী, নুরুল্লাহ রায়হান খান, সোহাইল আনসারী।
বক্তব্য রাখেন, মাওলানা আবুল কাশেম আনসারি, উপাধ্যক্ষ আহমদ হোসাইন, মাওলানা কামাল উদ্দিন বাঘা, মাওলানা ফয়েজ উল্লাহ খতিবী, কাজী মোহাম্মদ আমিন উল্লাহ, ডা.মুহাম্মদ মহিউদ্দিন, ইমতিয়াজ আহমেদ, মাজহার হেলাল, মাওলানা আবু নাইম, আলী আক্কাস, এম এ মতিন, মাওলানা নুরুল আমিনসহ যুবসেনা ছাত্রসেনা চন্দনাইশ সাতকানিয়া আংশিক এলাকার দায়িত্বশীল নেতাকর্মীবৃন্দ।
সভায় বক্তারা বলেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শই একমাত্র সঠিক পথ ও মত। এ মতাদর্শের আলোকে সমাজ প্রতিষ্ঠা করতে হলে সকল সুন্নি জনতাকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার বিকল্প নাই।