চান্দগাঁওয়ে ছাত্রলীগ নেতা গ্রেফতার

চট্টগ্রামে নিষিদ্ধ হওয়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের আমিনুল ইসলাম রোহান (২৪) নামে এক নেতাকে গ্রেফতার করেছে চান্দগাঁও থানা পু‌লিশ। রোববার তাকে নগরীর চান্দগাঁও থানাধীন দক্ষিণ মোহরা শাহ আলম কন্ট্রাক্টরের বাড়ি এলাকা থেকে ‌গ্রেফতার করা হয়।

সোমবার (১৮ নভেম্বর) বিকেলে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন।

গ্রেফতার আমিনুল নগরীর চান্দগাঁও থানাধীন দক্ষিণ মোহরা এলাকার আব্দুস সবুরের ছেলে। তিনি মোহরা ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর রোহানের বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে চান্দগাঁও ও কোতোয়ালী থানায় দুটি মামলা হয়েছে।

ওসি বলেন, জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় নেতৃত্ব দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে চান্দগাঁও থানায় একটি হত্যা মামলা রয়েছে। কোতোয়ালী থানাতেও একটি বিস্ফোরকদ্রব্য আইনের মামলার তথ্য পাওয়া গেছে।