ব্যাংককে ফ্রিজার থেকে মানুষের পা উদ্ধার

ব্যাংককে একটি ভাড়া রুমে ফ্রিজার থেকে উদ্ধার করা হয়েছে একজন পুরুষের খণ্ডিত দেহ। এ ঘটনা ঘটেছে ব্যাংককের বাং খুনথিয়ান এলাকায়। রোববার দেশটির সবচেয়ে দক্ষিণের এ জেলায় একটি বাণিজ্যিক ভবনে এমন ঘটনার পর সামাই ড্যাম স্টেশন পুলিশকে জানানো হয়। পুলিশ এবং উদ্ধারকর্মীরা ভবনটির চতুর্থ তলায় একটি সাদা ফ্রিজ উদ্ধার করে। তার ভিতর পাওয়া যায় মানুষের দুটি পা। কক্ষটিতে এবং সংলগ্ন বাথরুমে রক্তের দাগ ছিল। বিছানার নিচ থেকে উদ্ধার করা হয়েছে একটি ‘চেইনশ’ । ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করছেন তদন্তকারীরা। ঘটনাস্থলের একজন ব্যক্তি বলেছেন, তিনি এবং তার চারজন সহযোগী গত সপ্তাহে ওই ভবন পরিদর্শন করেছেন। তখন কক্ষটিতে ছিলেন ভারতীয় একজন পুরুষ।

তিনি সেটাকে অফিস হিসেবে ব্যবহার করতেন। পরে তাদের চারজন যার যার মতো চলে যান। শনিবার তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। মিয়ানমারের ব্যক্তি ওই ভবনে ফিরে যান রোববার। তিনি ভবনটির মালিককে ফোন করেন। এ সময় তাকে ভিতরে প্রবেশের অনুমতি দেয়া হয়। তিনি ভিতরে ঢুকে ভয়াবহ এই দৃশ্য আবিষ্কার করেন এবং পুলিশকে ফোন করেন।
মেট্রোপলিটন পুলিশ ব্যুরোর ডেপুটি কমিশনার মেজর জেনারেল নোপাসিল্প পুনসাওয়াত বলেছেন, রোববার পরের দিকে ভারতীয় ব্যক্তি ১৩ই জানুয়ারি ভবনটি ভাড়া নেন। তারা সেখানে ৫ জন অবস্থান করতে থাকেন। পরে মিয়ানমারের চার ব্যক্তি তাদের লাগেজ ফেরত নিতে যান। ভারতীয় ব্যক্তি শনিবার সন্ধ্যা ৮টা ৫০ মিনিটে চেন্নাই ত্যাগ করেন।