বড় স্ক্রিনে প্লে স্টোরের লে আউটে পরিবর্তন এনেছে গুগল। ট্যাবলেট, বড় স্ক্রিনের ফোন অথবা ক্রোমবুকে প্লে স্টোরের লে আউটে বদল আনার ঘোষণা অনেক আগেই দিয়েছিল গুগল।
প্লে স্টোর যাতে আরও ভালোভাবে ব্যবহার করা যায় সেজন্যই তারা নতুনভাবে লে আউট সাজানোর কথা বলেছিল। সম্প্রতি নতুন এক আপডেটের মাধ্যমে তার সমাধান করা হয়েছে।
ফটোশপে নতুন জেনারেটিভ এআই ফিচারফটোশপে নতুন জেনারেটিভ এআই ফিচার
অ্যাপ ও গেমের ডেসক্রিপশনের লে আউটে বদল এসেছে। বড় স্ক্রিনে এখন মাল্টি লে আউট কলাম চালু করেছে। এখন টাইটেলের অধীনে ভিডিও ব্যানার দেওয়া হবে।
নতুন লে আউট অনুসারে যাদের অপ্টিমাইজ ভালো হবে তাদের জন্য প্লে স্টোরে র্যাংক করা আরও সহজ হবে। এডিটরস চয়েজ বা নানা ক্ষেত্রে এগিয়ে যাওয়ার জন্য অ্যাপ কোম্পানিকেও সতর্ক হতে হবে। তবে সবচেয়ে বড় কথা, ব্যবহারকারীদের সুবিধা আরও বিস্তৃত হচ্ছে।