১৯টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছেঃ কাপ্তাইয়ে দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রস্তূতিমূলক সভা

কাপ্তাই প্রতিনিধি:

কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে পাহাড়ধ্বস, ভূমিধ্বস, ভূমিকম্প ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রস্তূতিমূলক সভা রবিবার দুপুরে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষ “কিন্নরী” তে অনুষ্ঠিত হয়। কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান এতে সভাপতিত্ব করেন। সভায় কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মফিজুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ নাসির উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সামসুল আলম চৌধুরী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডাঃ ওমর ফারুক রনিসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, কাপ্তাই থানার প্রতিনিধি, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স অফিসের প্রতিনিধি, আনসার প্রতিনিধি ও কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় চলমান ভারী বর্ষনে পাহাড়ধ্বস থেকে দূর্ঘটনা এড়াতে কাপ্তাইয়ের ঝুঁকিপূর্ন স্থানে বসবাসরত সাধারণ মানুষদের নিকটস্থ আশ্রয়কেন্দ্র সমূহে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়। এসময় প্রশাসনের পক্ষ হতে কাপ্তাই উপজেলায় মোট ১৯টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে বলে জানানো হয়। কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান বলেন, ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন এলাকাধীন চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ, খ্রীষ্টিয়ান হাসপাতাল ক্লাব, ২নং রাইখালী ইউনিয়ন এলাকাধীন কারিগর পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, নারানগিরি সরকারী উচ্চ বিদ্যালয়, ডংনালা সরকারী প্রাথমিক বিদ্যালয়, ভালুকিয়া জুনিয়র হাইস্কুল ও রিফুজিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৩ নং চিৎমরম ইউনিয়ন এলাকার চিৎমরম ইউনিয়ন পরিষদ, চিৎমরম উচ্চ বিদ্যালয়, চংড়াছড়ি আবাসিক সরকারী প্রাথমিক বিদ্যালয়, চাকুয়া পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, ৪নং কাপ্তাই ইউনিয়ন এলাকার কাপ্তাই উচ্চ বিদ্যালয় ও বিএফআইডিসি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ৫নং ওয়াগ্গা ইউনিয়ন এলাকার মুরালী পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, শীলছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়, ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ, ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়, লোটাস শিশু নিকেতন, সড়ক ও জনপথ অফিস সহ ১৯টি আশ্রয়কেন্দ্র প্রম্তুত করে রেখেছে কাপ্তাই উপজেলা প্রশাসন।