ইসরাইল গাজায় যুদ্ধ চালিয়ে নেওয়ার অবস্থায় নেই: ইসরাইলি সেনা কর্মকর্তা

গাজা উপত্যকায় ইসরাইলি হামলা শুরুর পর থেকে সময় যত গড়াচ্ছে, ফিলিস্তিনি প্রতিরোধ সংগ্রামীদের মোকাবেলায় দখলদারদের অক্ষমতা ততই স্পষ্ট হয়ে উঠছে।

ইসরাইলের একজন উচ্চপদস্থ সেনা কর্মকর্তা নিজেদের বাহিনীর দুর্বলতার কথা স্বীকার করে বলেছেন- ‘আমাদের সেনারা ছাদে, জানালার কাছে এবং বাড়ির ভেতরে শুটিং গ্রাউন্ডের হাঁসের মতো চলাচল করে।’ তিনি আরও বলেছেন, ‘আমরা গাজায় যারা যুদ্ধ করছি তারা উপযুক্ত সমর্থন ও সহযোগিতা পাচ্ছি না এবং আমরা যতটুকু জানতে পারছি তাহলো ইসরাইল গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়ার অবস্থায় নেই।’

এ খবর দিয়ে পার্সটুডে জানিয়েছেঃ এর আগে ইসরাইলের সংসদ নেসেটের সদস্য ‘উদিদ বোরার’ গাজা-যুদ্ধ পরিচালনায় ইসরাইল সরকারের ব্যর্থতার কথা স্বীকার করেছেন। তিনি বলেছেন, ‘দুর্বল ও ব্যর্থ পরিচালনার কারণে আমরা কৌশলগত দিক থেকে সবচেয়ে খারাপ পরিস্থিতিতে পৌঁছে গেছি, অতীতে আর কখনোই এমন পরিস্থিতিতে পড়েনি ইসরাইল।’

একই সময়ে দখলদার ইসরাইলের টিভি চ্যানেল-টুয়েলভ এক প্রতিবেদনে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের অবস্থার উন্নতি হয়েছে বলে স্বীকার করেছে। টিভি চ্যানেলটি জানিয়েছে, হামাস গাজা উপত্যকায় নিজেকে আবারও গুছিয়ে নিতে সক্ষম হয়েছে।