কাবুল থেকে ৪০ কিলোমিটার দূরে তালেবানরা, কান্দাহারের পতন

নয়াদিল্লির সাউথ ব্লকে আফগান ডেস্কে একটির পর একটি আফগানিস্তান প্রাদেশিক রাজধানীর পতনের খবর এসে পৌঁছাচ্ছে। আফগানিস্তানের দ্বিতীয় গুরুত্বপূর্ণ শহর কান্দাহার তালেবানদের দখলে যাওয়ার পর এবার রাজধানী কাবুল পতনের পথে। তালেবানি জঙ্গিরা কাবুলের ৪০ কিলোমিটার দূরে অবস্থান করছে। প্রাদেশিক রাজধানীর ১৮ টি এখন তালেবানদের কবজায়। ভারত-আফগান মৈত্রীর প্রতীক সালমা ড্যাম তালেবানদের দখলের অপেক্ষায়। ২০১৬ সালে এই ড্যাম উদ্বোধন করেছিলেন আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আফগানিস্তান এর এই অবস্থার ক্ষেত্রে কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত একটি উচ্চপর্যায়ের বৈঠকে ভারত সাফ জানিয়ে দিয়েছে, আফগানিস্তানে সামরিক শক্তি ক্ষমতা দখল করলে ভারত নতুন সরকারকে স্বীকৃতি দেবে না। ভারত আফগান সরকার এবং বিদ্রোহী তালেবান গোষ্ঠীর সংঘাতের রাজনৈতিক সমাধান চায়।

কাতার জানিয়েছে, ১০ আগস্ট দোহার একটি বৈঠকে পাকিস্তান এবং চীনও নাকি সমস্যার রাজনৈতিক সমাধান চেয়েছে। জঙ্গি তালেবানদের অত্যাচার ক্রমশঃ বেড়ে চলেছে বলে খবর। ধর্ষণের ঘটনা বাড়ছে, যদিও এক তালেবান মুখপাত্র জানিয়েছেন, এগুলো সবই পশ্চিমা মিডিয়ার অপপ্রচার।