প্রবাস ফেরৎ দু সহোদরের গরুর হাটে জমজমাট কেনাকাটা 

শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ রাউজান উপজেলার ১নং হলদিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের হলদিয়া তোফায়েল আহম্মদ বাড়ীর বাসিন্দ্বা ওসমান ও লোকমান দু সহোদর। দু সহোদর লোকমান ও ওসমান দুবাই প্রবাসে ছিলেন। ঈদুল আযহার দু মাস পুর্বে প্রবাস থেকে দু ভাই ওসমান ও লোকমান দেশে এসে দেশী গরু ক্রয় করে লালন পালন করে। প্রতি বৎসর পবিত্র ঈদুল আজহার সময়ে বড় ছোট সাইজের ৫০ থেকে ৬০ টি গরু বিক্রয় করে । কোরবানীর সময়ে গরু বিক্রয় করার পর দু সহোদর ওসমান ও লোকমান পুনরায় দুবাইতে চলে যেতো । গত দু বৎসর পুর্বে প্রবাস থেকে ওসমান ও লোকমান দেশে এসে আর দুবাইতে যায়নি । দু ভাই প্রবাস থেকে এসে দেশী গরু ক্রয় করে গরু লালন পালন করে বিশাল দেশী গরুর খামার গড়ে তোলেছে । প্রবাস ফেরৎ লোকমান ও ওসমান তাদের লালন পালন করা গরু বাড়ীর পাশে রেখে বিক্রয় করা শুরু করেছে । শতাধিক বিভিন্ন সাইজের দেশী গরুর মধ্যে বড় তিনটি গরু সাড়ে তিন লাখ টাকা দিয়ে বিক্রয় করেছেন বলে জানান প্রবাস ফেরৎ ওসমান । মাঝারী সাইজের ১৫টি গরু বিক্রয় করেছেন । প্রবাস ফেরৎ ও লোকমান ও ওসমান এর খামারে লালন পালন করা গরু ক্রয় করতে রাউজান ও ফটিকছড়ি উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন লোকজন ছুঠে আসছে দু সহোদরের খামারে। প্রবাস ফেরৎ দু সহোদরের গরুর খামারের গরু ক্রয় করতে আসা লোকজন গরু ক্রয় করে হলদিয়া ভিলেজ রোড দিয়ে ট্রাক ও জীপযোগে গরু নিয়ে যাচ্ছে তাদের বাড়ীতে ।